সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯, ০৯:৪৪:১৬

ফাইনালে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে পরিবর্তন!

ফাইনালে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে পরিবর্তন!

স্পোর্টস ডেস্ক : বল হাতে এই ত্রিদেশীয় সিরিজে সবার উপরেই আছেন সাইফুদ্দিন। সর্বোচ্চ উইকেট নেওয়া সাইফুদ্দিন এবার তাকিয়ে আছেন ফাইনাল ম্যাচের দিকেই। আর এই ম্যাচে ওপেনার দুইজনের উপরেই বাড়তি আশা তার।

এই ব্যাপারে ঢাকায় ফিরে বিমানবন্দরে গণমাধ্যমকে সাইফউদ্দিন বলেন, ‘ওপেনিং আশানরুপ হচ্ছে না। আশা করি হবে। ফাইনালে আশা করি ওপেনাররা ভালো করবে। মিডল অর্ডারও আরও ভালো করবে।’

চলমান সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে উদ্বোধনী জুটিতে (সৌম্য সরকার ও লিটন দাস) বাংলাদেশ তোলে ২৬ রান। এরপর আফগানিস্তানের বিপক্ষে ওপেনিং জুটি পরিবর্তন করলেও নতুন জুটি (লিটন ও মুশফিকুর রহিম) কোনও রান করতে পারেনি।

ফাইনালে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে পরিবর্তন! চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে নামার আগে স্কোয়াডে পরিবর্তন আনে বাংলাদেশ। সৌম্য সরকারের বিদায়ে ওপেন করার সুযোগ হয় নাজমুল হোসেন শান্তের। সেই ম্যাচে উদ্বোধনী জুটি (লিটন ও শান্ত) কিছুটা সফল (৪৯ রান)। যদিও সর্বশেষ ম্যাচে আফগানদের বিপক্ষে একই ওপেনিং জুটি তুলেছে মাত্র নয় রান।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে