সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:০৭:৩৬

চাইলে ফাইনাল ম্যাচে খেলতে পারবেন আমিনুল বিপ্লব

চাইলে ফাইনাল ম্যাচে খেলতে পারবেন আমিনুল বিপ্লব

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ম্যাচে মাত্র ১৮ রানে দুই উইকেট নিয়ে চমক দেখান আমিনুল ইসলাম বিপ্লব। অথচ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অভিষেকেই বাঁ-হাতে চোট পান তরুণ এ লেগ-স্পিনার।

আগামীকাল মঙ্গলবার মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে ফাইনাল ম্যাচে আমিনুলের খেলা নিয়ে রয়েছে সংশয়। এ ব্যাপারে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘যে কোনো সেলাই কাটতে মিনিমাম ৬-৭ দিন সময় লেগে যায়। সেই দিক থেকে বললে ওর সেলাইয়ের এখন ৬-৭দিন হয়নি।’

সোমবার বিকালে দেবাশীষ আরও বলেন, ‘আমিনুল যদি মনে করে সেলাই নিয়ে খেলতে কোনো সমস্যা হবে না। তাছাড়া টিম ম্যানেজমেন্টও ওকে খেলানোর ব্যাপারে মত দেয় তাহলে আমরা হয়ত ওকে ব্যথা কমানোর ওষুধ দিয়ে দেব। যাতে খেলার সময় কোনো জামেলা না হয়।’

আমিনুল ইসলামের বাঁ-হাতে চোট পান। তিনি বোলিং করেন ডান-হাতে। তাই ধারণা করা হচ্ছে, ফাইনালে খেললেও অবাক হওয়ার কিছু থাকবে না। বিপ্লবের চাওয়ার উপর নির্ভর করছেন।

রোববার আমিনুলের ইনজুরি নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছিলেন, ‘আমিনুলের যে ইনজুরি সেটা ঠিক হতে সাধারণত তিন সপ্তাহ সময় লাগে। তার আগে যেখানে ব্যথা ছিল সেখানেই চোট লেগেছে। তবে সে বল করবে ডান-হাতে, আর চোট বাঁ-হাতে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে