মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯, ১২:১৫:০৭

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে যে ৬ ক্রিকেটার

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে যে ৬ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে আগামীকাল বাংলাদেশ মুখোমুখি হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে। টুর্নামেন্টের ম্যান অফ দা টুর্নামেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন আফগানিস্তানের ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজ, মোহাম্মদ নাবি, মুজিবুর রহমান বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন। তবে বাকি ৫ জনের থেকে সবার থেকে একটু বেশি এগিয়ে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

১‌। সাকিব আল হাসান : সবার থেকে এগিয়ে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ৪ ম্যাচের ৯৬ রান সংগ্রহ করেছেন তিনি। এছাড়াও বল হাতে তুলে নিয়েছেন চারটি উইকেট। ২। রহমানুল্লাহ গুরবাজ : ৪ ম্যাচের ১৩৩ রান সংগ্রহ করেছেন তিনি। ৩। মোহাম্মদ নাবি : ৪ ম্যাচের ১৩০ রান সংগ্রহ করেছেন তিনি। তবে বল হাতে তিনি এই সিরিজে কোন উইকেট পাননি। ৪। মাহমুদুল্লাহ রিয়াদ : ৪ ম্যাচের ১২৬ রান সংগ্রহ করেছেন তিনি। ৫। মোহাম্মদ সাইফুদ্দিন : ৪ ম্যাচের ৭ উইকেট নিয়েছেন তিনি। ৬। মুজিবুর রহমান : ৪ ম্যাচের ৭ উইকেট নিয়েছেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে