মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:৩৯:৪৬

আমাকে ফাইনাল খেলার কোন আনুষ্ঠানিক প্রস্তাব দেয়া হয়নি : তামিম ইকবাল

আমাকে ফাইনাল খেলার কোন আনুষ্ঠানিক প্রস্তাব দেয়া হয়নি : তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক : চলতি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি। অফফর্মের কারণে এই সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল।

বিশ্রাম শেষে এবার অনুশীলনে যোগ দেন তামিম। এরপরেই আলোচনায় আসেন তিনি। তামিমকে ফাইনাল খেলার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তবে এ নিয়ে কথা বলেছেন তামিম নিজেই। তিনি জানিয়েছেন, কথা হলেও কোনো আনুষ্ঠানিক প্রস্তাব ছিলনা এটা।

এ প্রসঙ্গে তামিম বলেন, ‘হ্যাঁ, আমার সঙ্গে কথা হয়েছে। তবে আমাকে কোন আনুষ্ঠানিক প্রস্তাব দেয়া হয়নি। আনুষ্ঠানিক প্রস্তাব দেয়ার প্রশ্নও আসে না। আমি তো প্রস্তুতি পর্ব ,কন্ডিশনিং ক্যাম্প, ব্যাটিং অনুশীলন- কিছুই করিনি। দেশেই ফিরেছি কদিন আগে। ব্যাট হাতে প্র্যাকটিস করেছি দুদিনও হয়নি। তাই খেলার প্রশ্নও আসে না। আমাকে অফিসিয়ালি ফাইনাল খেলার প্রস্তাব দেয়ার কথাও না।’

তিনি আরো বলেন, ‘এমনিতে সৌজন্যতা-কুশল বিনিময়ের পর অনানুষ্ঠানিক কথোপকথনে নান্নু চাচ্চু (মিনহাজুল আবেদিন নান্নু) জানতে চেয়েছিলেন কেমন আছি? খেলার মত অবস্থায় আছি কি না? তবে ফাইনাল খেলবো কি না? খেলার অবস্থায় আছি কি না? এমন কথা বলেননি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে