মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০১৯, ০৪:৫০:২৬

এবার খেলোয়াড়দের চূড়ান্ত তালিকায় নাম উঠলো আশরাফুলেরও

 এবার খেলোয়াড়দের চূড়ান্ত তালিকায় নাম উঠলো আশরাফুলেরও

স্পোর্টস ডেস্ক: চলতি মাসের আগামী ১০ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগের এনসিএল ২১ তম আসর। এর আগে আজ ৮ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে কারা (ক্রিকেটার) থাকছেন ৮ টি ভিন্ন ভিন্ন দলে। এদিকে ৮ দলে ভিন্ন দলে খেলবেন মোট ১১৪ জন ক্রিকেটার। এবার খেলোয়াড়দের চূড়ান্ত তালিকায় নাম উঠলো আশরাফুলেরও।

টায়ার-১:
রাজশাহী- জুনায়েদ সিদ্দিকী, মিজানুর রহমান, জহুরুল ইসলাম, অভিষেক মিত্র, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোহাইমিনুল খান চৌধুরী, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, শফিকুল ইসলাম, সাকলাইন সজীব, মোহাম্মদ শাকির হোসেন ও মোহর শেখ অন্তর।

ঢাকা- নাদিফ চৌধুরী, শুভাগত হোম, রাকিবুল হাসান, রনি তালুকদার, আব্দুল মজিদ, তাইবুর রহমান, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ সাইফ হাসান, কাজী শাহাদত হোসেন, জয়রাজ শেখ ইমন, সালাউদ্দিন শাকিল, সুমন খান, শাকিল আহমেদ, হৃদয় খান ও জুবায়ের হোসেন লিখন।

খুলনা- ইমরুল কায়েস, সৌম্য সসরকার, মেহেদী হাসান মিরাজ, তুষার ইমরান (ফিটনেস ক্লিয়ারেন্স পাওয়া স্বাপেক্ষে), নাহিদুল ইসলাম, রবিউল ইসলাম রবি, অমিত মজুমদার, জিয়াউর রহমান, খান আব্দুর রাজ্জাক, ইমরানুজামান, মুস্তাফিজুর রহমান রুবেল হোসেন, আল আমিন হোসেন ও হাসানুজ্জামান।
তুষার ইমরান
রংপুর- মেহেদী মারুফ, ফারদিন হাসান অনি, মাহমুদুল হাসান লিমন, নাইম ইসলাম, নাসির হোসেন, তানবীর হায়দার খান, সোহরাওয়ার্দি শুভ, আলাউদ্দিন বাবু, সাজেদুল ইসলাম, শুভাশিস রয়, সঞ্জিত সাহা, রবিউল হক, মাইশুকুর রহমান ও হামিদুল ইসলাম হিমেল।

টায়ার ২:
ঢাকা মেট্রো- সাদমান ইসলাম, রাকিন আহমেদ, শামসুর রহমান শুভ, মাহমুদউল্লাহ, মার্শাল আইয়ুব, আল আমিন, জাবিদ হোসেন, সৈকত আলি, আরাফাত সানি, মোহাম্মদ শহিদুল, আবু হায়দার রনি, মানিক খান, মোহাম্মদ ইলিয়াস ও আমিনুল ইসলাম বিপ্লব।

সিলেট- ইমতিয়াজ হোসেন চৌধুরী তান্না, জাকির হাসান, জাকের আলি অনিক, অলক কাপালি, শাহনুর রহমান, এনামুল হক জুনিয়র, রাহাতুল ফেরদৌস জাবেদ, আবু জায়েদ চৌধুরী রাহি, ইমরান আলি এনাম, এবাদত হোসেন, তৌফিক খান তুষার, নাসুম আহমেদ, রুহেল মিয়া, মিজানুর রহমান সায়েমো মোহাম্মদ রেজাউর রহমান রাজা।

বরিশাল- কামরুল ইসলাম রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, শাহরিয়ার নাফীস, মোহাম্মদ আশরাফুল, সোহাগ গাজী (ফিটনেস ক্লিয়ারেন্স পাওয়া স্বাপেক্ষে), ফজলে রাব্বি মাহমুদ, মনির হোসেন খান, মোহাম্মদ সালমান হোসেন ইমন, মোহাম্মদ নুরুজ্জামান, তানভির ইসলাম, শামসুল ইসলাম অনিক, তৌহিদুল ইসলাম রাসেল (ফিটনেস ক্লিয়ারেন্স পাওয়া স্বাপেক্ষে), মইন খান ও রাফসান মাহমুদ।

চট্টগ্রাম- তামিম ইকবাল, মুমিনুল হক (অধিনায়ক), সাদকুর রহমান, পিনাক ঘোষ, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, তাসামুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, মাসুম খান টুটুল, মেহেদী হাসান (অনূর্ধ্ব-১৯), নোমান চৌধুরী, মিনহাজুল আবেদিন আফ্রিদি, শাখাওয়াত হোসেন, ইরফান শুক্কুর ও নাইম হাসান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে