বুধবার, ০৯ অক্টোবর, ২০১৯, ১১:০৪:২২

গালিবের জোড়া আ'ঘাতে ম্যাচে ফিরল বাংলাদেশ, চাপে নিউজিল্যান্ড

গালিবের জোড়া আ'ঘাতে ম্যাচে ফিরল বাংলাদেশ, চাপে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ড প্রথম উইকেটের পতনের পর শক্ত প্রতিরোধ গড়ে তুললেও ভ'য়ঙ্কর হয়ে ওঠা কিউইদের দুই ব্যাটসম্যান লেলমযান ও হোয়াইটকে সাজঘরে ফিরিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দুই সেট ব্যাটসম্যানকে হারিয়ে আবারো কিছুটা চাপে পড়ে গেছে নিউজিল্যান্ড।

লিংকনে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে বাংলাদেশের ছুঁইয়ে দেওয়া ২৯৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ভিশভাকাকে সাজঘরে ফেরান পেসার শরিফুল ইসলাম।

এরপর প্রতিরোধ গড়ে তোলেন লেলম্যান ও হোয়াইট। কিন্তু প্রতিরোধ গড়ে তুললেও এই দুই সেট ব্যাটসম্যানকে একাই জোড়া আ'ঘাত করে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দেন আসাদুল্লাহ গালিব।

সাজঘরে ফেরার আগে ৬২ বলে ৪৫ রান করেন হোয়াইট। ১৩১ রানে দ্বিতীয় উইকেট হারানো নিউজিল্যান্ড বড় ধাক্কা খায় লেলমানকে হারিয়ে। ৭১ বলে ৭৬ রান করে সাজঘরে ফেরেন তিনি।

এই প্রতিবেদন লেখার সময় ২৫.৩ ওভার খেলে ৩ উইকেট হারানো নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সংগ্রহ ১৫০ রান। জয়ের জন্য এখনো দলটির প্রয়োজন ১৪৬ রান, হাতে আছে ২৪.৩ ওভার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে