বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯, ০৬:০৪:৩৪

মিঠুনের পর ৯ চারে নাইমের দুর্দান্ত হাফসেঞ্চুরি, জয়ের পথে বাংলাদেশ

মিঠুনের পর ৯ চারে নাইমের দুর্দান্ত হাফসেঞ্চুরি, জয়ের পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি হেরেছিল বাংলাদেশ ‘এ’ দল। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে এই দুইদল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৬ রান করে শ্রীলঙ্কা ‘এ’ দল। সিরিজে সমতায় ফিরতে বাংলাদেশের প্রয়োজন ২২৭ রান।

২২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। মাত্র ৫ রান করেই সাঝঘরে ফিরেন সাইফ হাসান। এরপর ব্যাট হাতে দলের হাল ধরেন মোহাম্মদ নাইম ও নাজমুল হোসেন শান্ত।

৪৪ রান করে আঘাত পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন নাইম। অন্যদিকে ২১ রান করে ফিরেন শান্ত। ইনিংস বড় করতে ব্যর্থ হন আফিফ। ২৪ রান করে ফিরেন তিনি। অন্যদিকে ৮২ বলে ৩ চার ও ১ ছয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করেন মিঠুন।

এদিকে ২৫ রান করেই ফিরেন সোহান। এরপর মাঠে নামেন নাইম। ৪৪ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। মাঠে নেমেই হাফসেঞ্চুরির দেখা পান তিনি। ৪৩ বলে ৯ চারে দুর্দান্ত হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জয়ের পথে বাংলাদেশ, টাইগারদের  সংগ্রহ ৪২.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৬ রান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে