শনিবার, ১২ অক্টোবর, ২০১৯, ০৩:৩৯:১৪

শ্রীলঙ্কাকে ৩২৩ রানের বিশাল টার্গেট দিল বাংলাদেশ

শ্রীলঙ্কাকে ৩২৩ রানের বিশাল টার্গেট দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এ দলের মধ্যকার তৃতীয় এক দিনের ম্যাচে আজ মাঠে নেমেছে দুই দল। আর এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করে শ্রীলঙ্কাকে বিশাল টার্গেট দিয়েছে টাইগাররা। ম্যাচে জয়ের জন্য লঙ্কানদের ৩২৩ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।

ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান ও মোহাম্মদ নাঈম দুর্দান্ত সূচনা এনে দেয় বাংলাদেশকে। দুজনে মিলে ১২০ রানের জুটি গড়েন। নাঈম ৬৬ রান করে আউট হলে ভাঙে এই জুটি।

নাঈমের পর শান্ত ফিরে যান মাত্র ২ রান করেই। এরপর আরিফুল হকও ফিরে যান মাত্র ১৫ রানেই। তবে অবিচল থাকেন সাইফ হাসান। তার সাথে যোগ দেন মুহাম্মদ মিঠুন। এই দুজনে মিলে বাংলাদেশকে এগিয়ে নিতে থাকেন বড় সংগ্রহের দিকে।

এই জুটিতেই নিজের সেঞ্চুরি পূর্ণ করেন সাইফ। তবে সেঞ্চুরি করে আর টিকতে পারেনি সে। দলীয় ২৫৫ রানের মাথায় ব্যক্তিগত ১১৭ রান করে সাইফ আউট হলে ভাঙে মিঠুনের সাথে তার ৯৯ রানের জুটি।

সাইফের বিদায়ের পর বাংলাদেশের বাকি তারকারা মিলে ছোট ছোট সংগ্রহ করে দলকে বড় সংগ্রহে পৌছে দিতে দারুণ অবদান রাখেন। মিঠুন ৩২, আফিফ ১২, নুরুল ১৭, সানজামুল ১২ রান করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে