রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯, ১০:৩৫:১৯

১-১ গোলে ড্র করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল

১-১ গোলে ড্র করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: আজ মাঠে অধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমণে আধিপত্য দেখালো ব্রাজিল। সুযোগও মিলল বেশ। তবে নাইজেরিয়ার গোলরক্ষক ফ্রান্সিস যেন হয়ে উঠলেন চীনের প্রাচীর। দ্বিতীয়ার্ধে শুরুতে সমতা টেনে শেষটা ভালো করার সম্ভাবনা জাগিয়েছিল তিতের শিষ্যরা। কিন্তু সুযোগ নষ্টের ভিড়ে শেষ পর্যন্ত ড্র করেই ফিরতে হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

আজ রবিবার সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। এই নিয়ে টানা তিন ম্যাচ জয়শূন্য রইলো বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা।

এদিকে টানা দুই ম্যাচ জয়শূন্য থেকে খেলতে নামা ব্রাজিল শুরুতেই এগিয়ে যেতে পারতো। তবে রবের্ত ফিরমিনোর শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। দুই মিনিট পর ডি-বক্সে বাঁ দিক থেকে ভিক্টর ওসিমহেনের শট ঠেকিয়ে জাল অক্ষত রাখেন ব্রাজিল গোলরক্ষক এদেরসন।

এর কিছুক্ষণ পর বড় এক ধাক্কা খায় ব্রাজিল। বেশ কিছুক্ষণ ধরে হ্যামস্ট্রিং সমস্যায় ভুগতে দেখা যায় নেইমারকে। দ্বাদশ মিনিটে তাকে তুলে ফিলিপে কৌতিনিয়োকে নামান কোচ।

ম্যাচের ২৮ ও ৩০তম মিনিটে আরও দুটি ভালো সুযোগ পেয়েছিল ব্রাজিল; কিন্তু সাফল্য মেলেনি। গাব্রিয়েল জেসুসের হেড পাঞ্চ করে ফেরানোর পর ফিরমিনোর শট রুখে দেন নাইজেরিয়া গোলরক্ষক ফ্রান্সিস।

এরপর ম্যাচের ৩৫তম মিনিটে ডান দিক থেকে ওঠা গোছানো এক আক্রমণে এগিয়ে যায় নাইজেরিয়া। সতীর্থের পাস ডি-বক্সে পেয়ে একজনকে কাটিয়ে ছোট ডি-বক্সের মুখ থেকে নিচু শটে ঠিকানা খুঁজে নেন মিডফিল্ডার জো আরিবো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে