সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯, ০৪:১৩:২২

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ায় সৌরভকে শুভেচ্ছা মমতা ব্যানার্জীর

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ায় সৌরভকে শুভেচ্ছা মমতা ব্যানার্জীর

স্পোর্টস ডেস্ক : দেশের পাশাপাশি বাংলার নামও উজ্জ্বল করেছ, এমন ভাষাতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী শুভেচ্ছা বার্তা পাঠালেন সৌরভ গাঙ্গুলীকে। নাটকীয়ভাবে মাঝরাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সৌরভ। 

তারপরেই মমতা ব্যানার্জীর পক্ষ থেকে টুইট-বার্তায় প্রশংসা ও অভিনন্দনে ভরিয়ে দেওয়া হল সদ্য মনোনীত ভারতীয় বোর্ড প্রেসিডেন্টকে।

মমতার সোমবার সকালেই সৌরভকে টুইটে লেখেন, “বোর্ড প্রেসিডেন্ট পদে সর্বসম্মত ভাবে নির্বাচিত হওয়ার জন্য সৌরভকে অভিনন্দন। অজস্র শুভেচ্ছা রইল। তুমি ভারত ও বাংলাকে গর্বিত করেছো। সিএবি প্রেসিডেন্ট হিসেবেও তোমার কাজে গর্বিত। একটা দুর্দান্ত ইনিংসের অপেক্ষায় থাকলাম।”

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ এবার ভারতীয় ক্রিকেটের মসনদে বসছেন। গত রবিবার বোর্ডের নাটকীয় মোড়ে বিসিসিআই-এর প্রেসিডেন্ট হতে চলেছেন দাদা। প্রথমে ব্রিজেশ প্যাটেলের নাম ঠিক হলেও পরে জানা যায় সৌরভই বোর্ডের প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা দিছেন।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র জয় শাহ হতে চলেছেন বোর্ডের নয়া সদস্য সচিব। অন্যদিকে অরুণ ধুমাল হবেন বিসিসিআইয়ের নয়া কোষাধ্যক্ষ। সাবেক বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরের ছোট ভাই অরুণ। 

রবিবার রাতে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছেন, “গাঙ্গুলি এখন প্রেসিডেন্ট পদে মনোনীত। আগামিকাল এই পদের জন্য সে মনোনয়ন দেবে। এদিন বোর্ডের বৈঠকে সকল প্রতিনিধিরা মিলিত ভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে