সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯, ০৬:২২:২৩

ভারতীয় ক্রিকেটের প্রেসিডেন্ট হয়েই সৌরভ গাঙ্গুলীর হুংকার

ভারতীয় ক্রিকেটের প্রেসিডেন্ট হয়েই সৌরভ গাঙ্গুলীর হুংকার

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেটের মসনদে ফের সৌরভ গাঙ্গুলী৷ রবিবার রাত সাড়ে দশটার পর থেকে মুহূর্তের পালাবদলে ব্রিজেশ প্যাটেলকে সরিয়ে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী৷ 

মুম্বাই পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোজাসাপ্টা উত্তর দিলেন সৌরভ৷ প্রেসিডেন্টের জন্য মনোনীত হয়েই বোর্ডের ভাবমূর্তি নষ্ট হতে দেবেন না বলে হুংকার দিলেন সৌরভ।

বিসিসিআইয়ের সাবেক সভাপতি নারায়ণস্বামী শ্রীনিবাসনের পছন্দের ব্যক্তি সাবেক ক্রিকেটার ব্রিজেশ প্যাটেলের কথা শোনা গেলেও সেই সম্ভাবনা বাতিল হয়ে সৌরভের নাম উঠে আসে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সৌরভ জানালেন, তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের ইমেজ ক্লিন করতে চান। 

সৌরভের প্রেসিডেন্ট হওয়ার খবরে চমকে উঠতে পারেন অনেকেই। কেউ কেউ ভেবেছিলেন তিনি ভারতীয় দলের কোচ হতে পারেন। আপাতত বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার পথে তিনি। এছাড়া ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ বোর্ডের সচিব নির্বাচিত হয়েছেন।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে সৌরভ বলেন, ‘বোর্ডের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এই সময়ে প্রেসিডেন্ট হতে পারায় খুশি। কিছু করার জন্য দারুণ সুযোগ পেয়েছি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় হোক বা অন্যভাবেই হোক, এটা অনেক বড় দায়িত্ব। বিসিসিআই বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় সংস্থা। ভারত হলো ক্রিকেটের পাওয়ারহাউস। এই দায়িত্ব তাই রীতিমতো চ্যালেঞ্জিং।’

বর্তমানে ৪৭ বছর বয়সী ভারতের সাবেক অধিনায়ক সৌরভ এখন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। বিসিসিআইয়ের প্রেসিডেন্ট পদের দায়িত্ব নেওয়ার পর বেঙ্গলের প্রেসিডেন্ট পদ ছাড়তে হবে তাকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে