সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯, ০৭:৩৪:১৫

ভারতের বিপক্ষে বাংলাদেশ দলে একাধিক চমক, গুঞ্জনে সাইফ হাসান

ভারতের বিপক্ষে বাংলাদেশ দলে একাধিক চমক, গুঞ্জনে সাইফ হাসান

স্পোর্টস ডেস্ক: ভারত সিরিজের জন্য আগামী তিন-চার দিনের মধ্যে দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রাথমিক দল দিয়ে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। ‌প্রস্তুতি ক্যাম্প শেষে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এছাড়াও টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

তবে টি-টোয়েন্টি থেকে বাংলাদেশ দলের নজর থাকবে টেস্ট সিরিজে। কারণ এই সিরিজ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ মিশন। সর্বশেষ টেস্ট ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে নাকানি-চুবানি খেয়েছে বাংলাদেশ দল।

তাই ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াডে দেখা যেতে পারে একাধিক চমক। গুঞ্জন উঠেছে বিগত কয়েকদিন ধরে দুর্দান্ত খেলতে থাকা বাংলাদেশ এ দলের ব্যাটসম্যান সাইফ হাসানকে দেখা যেতে পারে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে।

বর্তমান সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন তরুণ এই ব্যাটসম্যান। ফাস্ট-ক্লাস ক্রিকেটে ৫১ ইনিংসে ৪১.৮২ গড়ে ১৯২৪ রান করেছেন সাইফ। ৩ শতক এবং ১০ অর্ধশতক করেছেন তিনি। রয়েছে ডাবল সেঞ্চুরি। এছাড়া লিস্ট এ ক্রিকেট ৬১ ম্যাচে ৪২.৪৪ গড়ে ২৩৭৭ রান করেছেন সাইফ হাসান। ৬ শতক এবং ১৩ টি অর্ধশতক করেছেন তিনি। সর্বোচ্চ স্কোর ১৪৮* রান।

সাইফ হাসানকে নিয়ে প্রধান নির্বাচক বলেন, “সাইফ হাসান, নাইম শেখরা শ্রীলঙ্কায় ভাল খেলেছে। তার আগেও সাইফ ধারাবাহিকভাবে রান করেছে। তারপরও ভারতের বিপক্ষে তার টেস্ট দলে নেয়া হবে কি না? সেটা তার ও দলের জন্য ভাল হবে কি না?- তা এখনই বলা কঠিন। দেখা যাক, আমরা আগামী দুই একদিনের মধ্যেই দল নিয়ে বসবো। তারপর আমরা বসে ঠিক করবো কী করা যায়?’

সাইফের কথা বলতে গিয়ে বাশারের ব্যাখ্যা, ‘টেকনিক্যালি বর্তমান প্রজন্মের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে নিখুঁত সাইফ।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে