মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯, ০৬:৫২:১৪

ডাবল সেঞ্চুরি করেও জাতীয় দলে ডাক পাচ্ছেন না ইমরুল কায়েস!

ডাবল সেঞ্চুরি করেও জাতীয় দলে ডাক পাচ্ছেন না ইমরুল কায়েস!

স্পোর্টস ডেস্ক : বিরতি কাটিয়ে মাঠে ফিরেই ডাবল সেঞ্চুরি করেছেন ইমরুল কায়েস। জাতীয় লিগের প্রথম রাউন্ডে আর কেউ সেঞ্চুরি না পেলেও খুলনার এ বাঁহাতি খেলেছেন ২০২ রানের অপরাজিত ইনিংস। তারপরও বাংলাদেশ দলে ফেরার সবুজ সংকেত পাচ্ছেন না ইমরুল।

মঙ্গলবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছেন, বৃহস্পতিবার শুরু হতে যাওয়া জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ড শেষ হলে পারফরম্যান্স মূল্যায়ন করে ঘোষণা করা হবে ভারত সফরের টেস্ট ও টি-টুয়েন্টি দল। পরের ম্যাচের পারফরম্যান্সও বিবেচনায় আনবেন তারা।

তিনি বলেন ইমরুল কায়েস ডাবল সেঞ্চুরি করেছে। এখন মাত্র একটি রাউন্ড গিয়েছে। বলা মুশকিল (জাতীয় দলে ফেরা)। আরেকটি রাউন্ড গেলে তারপর বোঝা যাবে। ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স কিন্তু একটু অন্যরকম। কেননা অনেকগুলো খেলোয়াড় একসঙ্গে খেলে।

মিনহাজুল বলেন, ক্লাবের দিকে খেলে বা অন্য জায়গায় খেলে, তারপর প্রথম শ্রেণির ক্রিকেটে ওরা খুব অল্প সময়ের জন্য একসাথে হয়। সে হিসেবে এভাবে পারফরম্যান্স করাটা ক্রিকেটারের জন্য অনেক ভালো। ইমরুল গত দুই মাস খুব কঠিন সময়ে ছিল পরিবার নিয়ে। তারপর এভাবে ফিরে ডাবল সেঞ্চুরি করাটা দারুণ ব্যাপার।

প্রধান নির্বাচক বলেন, এখানে দেখার কোনো শেষ নাই। যারা পারফর্ম করবে ওদের সবসময় আমাদের নজরে রাখতে হবে। এখানে এমন না যে নির্দিষ্ট কাউকে আমাদের ভালো করে দেখতে হবে। ও কঠিন সময়ে ছিল। এখন সেটা পার করে ভালো ফর্মে এসেছে, সামনের খেলোয়াড় নির্বাচনী সভায় অবশ্যই এটা নিয়ে আলোচনা হবে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে