মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯, ০৭:২৫:৫৪

ঐখানে গিয়ে ভারতের বিপক্ষে আমরা ম্যাচ জিতব : মাহমুদুল্লাহ রিয়াদ

ঐখানে গিয়ে ভারতের বিপক্ষে আমরা ম্যাচ জিতব : মাহমুদুল্লাহ রিয়াদ

স্পোর্টস ডেস্ক: ভারত এমনিতেই শক্তিশালী এক দল। নিজেদের মাঠে তো আরও। এই ভারতের বিপক্ষে কঠিন এক সিরিজই হতে যাচ্ছে বাংলাদেশের। দেশের বাইরে শক্তিশালী দলগুলোর বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে নামলে বাংলাদেশ ‘ভালো খেলা’র লক্ষ্যটাই সাধারণত বলে।

এবার শুধু ভালো খেললে হবে না, জিততে হবে। না জিতলে হারাতে হবে পয়েন্ট। ভারত সফর দিয়েই যে শুরু বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ। এই সিরিজে ভালো খেলতে চান জাতীয় দলের টপ অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ।

শুধু ব্যক্তিগত ভালো খেললেই হবেনা ভারতের বিপক্ষে জিততে হলে নিজেদের সেরাটা দিতে হবে বলে মনে করেন তিনি। ভারত সিরিজ নিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, “গত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল শেষে আমরা যখন বসলাম, কোচ রাসেল ডমিঙ্গো একটা কথা বলল,

‘এই যে আমরা ড্রেসিংরুম আজ ছাড়ব, ছাড়ার সময় সবাই যেন ভাবতে থাকি ভারতে গিয়ে কী করব। চিন্তা করব না কীভাবে সিরিজ জিতব, চিন্তা করব কীভাবে ম্যাচ জিতব। আমরা ম্যাচ জিতব—সবাই যেন এই বিশ্বাসটা ভেতরে–ভেতরে লালন করতে থাকি। কাজ হতেও পারে, না–ও হতে পারে। যদি এভাবে চিন্তা করতে পারি সবাই, ওখানে যাব ম্যাচ জিতব। ক্রিকেট একটা দলীয় খেলা। সবাই কম-বেশি কষ্ট করছি। সবার চিন্তাভাবনা যখন এক হয়, তখন সেটা অনেক শক্তিশালী হয়।’

কোচের এই কথা ভালো লেগেছে। আমরা এটাই ভাবছি, ঐখানে গিয়ে ভারতের বিপক্ষে আমরা ম্যাচ জিতব। জানি এটা কঠিন হবে। সম্ভবত সবচেয়ে কঠিন সিরিজ, কঠিন কাজ আমাদের। কঠিন তবে অসম্ভব নয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে