মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯, ০৯:৫৭:২২

ঘরের মাঠে ভারতকে রুখে দিলো বাংলাদেশ

ঘরের মাঠে ভারতকে রুখে দিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : আসন্ন ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে আজ ১৫ অক্টোবর মঙ্গলবার স্বাগতিক ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৮ টায় শুরু হয় ম্যাচটি।

স্বাগতিক ভারতকে তাদেরই ঘরের মাঠে ১-১ গোলের ব্যবধানে রুখে দিলো বাংলাদেশ। জামাল ভুঁইয়ার ফ্রি কিকে হেড করে একমাত্র গোল করেন সাদউদ্দিন। সেই গোল শোধ করতে ভারতকে ঘাম ছোটাতে হয়েছে। শেষ মুহুর্তে ৮৮ মিনিটের মাথায় আদিল খানের গোলে ড্র করে ভারত।

স্পষ্ট সুযোগ প্রথমে পায় ভারত। পঞ্চম মিনিটে তাদের দূর পাল্লার শট বিপদমুক্ত করে বাংলাদেশ। কিন্তু বল পান আশিক কুরুনিয়ান। তিনি বল দেন সুনীল ছেত্রীকে। বেঙ্গালুরু স্ট্রাইকারের ভলি সরাসরি গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা ধরেন।

ম্যাচের ১৩ মিনিটে ছেত্রীর দুর্বল হেড সহজে প্রতিহত করেন বাংলাদেশি গোলকিপার। চার মিনিট পর ভেকের শক্তিশালী হেড গোলপোস্টের ওপর দিয়ে চলে যায়। বাংলাদেশ দুর্দান্ত সুযোগ তৈরী করে ম্যাচের আধঘণ্টা পর। ৩১ মিনিটে মাঝমাঠ থেকে লম্বা পাস ধরে বক্সের মধ্যে গোলপোস্টের সামনে বল পান বিপলু আহমেদ। কিন্তু শট নেওয়ার আগে আনাস এদাথোদিকা বল বিপদমুক্ত করেন।

ম্যাচের ৩৫ মিনিটে দারুণ সেভে ভারতকে হতাশ করেন রানা। ভেকের লম্বা থ্রো থেকে মানবীর হেড করেন, আঙুলের আলতো ছোঁয়ায় বল মাঠের বাইরে পাঠান বাংলাদেশি গোলকিপার। প্রথমার্ধের ৬ মিনিট আগে আনাসের কাছ থেকে ছেত্রীর হেড গোলরক্ষকের কাছে চলে যায়। তবে বাংলাদেশ দুই মিনিট পর গোল উদযাপনে মাতে। জামাল ভূঁইয়ার ফ্রি কিক থেকে সাদউদ্দিনের হেড জড়ায় জালে।

 গ্রফ-ই ৫ দলের মধ্য ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কাতার, ৬ পয়েন্ট নিয়ে তারপরেই রয়েছে ওমান এবং তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আফগানিস্তান। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে