মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯, ১০:০৬:৫৮

ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে দুটি নিশ্চিত পেনাল্টি দিলেন না রেফারি

ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে দুটি নিশ্চিত পেনাল্টি দিলেন না রেফারি

স্পোর্টস ডেস্ক : কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৪২ মিনিটে হেডে গোলটি করেন রাইট উইঙ্গার সাদ উদ্দিন। বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের এ ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।

প্রথমার্ধেই দুটি নিশ্চিত পেনাল্টি পেতে পারত বাংলাদেশ, দিলেন না রেফারি। খেলা শুরুর ২০ সেকেন্ডের মাথায় বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে উঠেছিলেন লেফট উইঙ্গার ইব্রাহিম। তাকের বক্সের মধ্যে ফেলে দেন ভারতের রাহুল ভেকে। পরিষ্কার দেখা গেছে, তাকে বেআইনিভাবে ফাউল করেছেন ভেকে। 

ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) না থাকায় সে যাত্রায় বেঁচে যায় ভারত। এরপর ৮ মিনিটের মাথায় ভারতের বক্সের মধ্যে সেই ভেকেই আবারও অবৈধভাবে ফাউল করেছিলেন। এ যাত্রায়ও পেনাল্টি দেননি রেফারি। এ দুবারেই টিভি ধারাভাষ্যকেরা পেনাল্টি না দেওয়ায় সমালোচনা করেন।

প্রথমার্ধে ভারত বেশি আক্রমণ করলেও কাজের কাজটি করেছে বাংলাদেশই। ৪২ মিনিটে অধিনায়ক জামাল ভুঁইয়ার সেট পিস থেকে উড়ন্ত হেডে গোল করেন সাদ উদ্দিন। অবশেষে ৮৮ মিনিটের মাথায় আদিল খানের গোলে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে ভারত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে