বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯, ১২:৩৫:১৬

শেষ মুহুর্তে এসে বাংলাদেশ নারী ক্রিকেট দলের পাকিস্তান সফর স্থগিত

শেষ মুহুর্তে এসে বাংলাদেশ নারী ক্রিকেট দলের পাকিস্তান সফর স্থগিত

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের লাহোরে দুটি টি-২০ এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা আছে বাংলাদেশ নারী দলের। আগামী ২৩ অক্টোবর ওই সিরিজ মাঠে গড়ানোর কথা। হাতে সময় আছে ১১ দিন। 

অথচ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সেখানে দল পাঠানোর ব্যাপারে এখনও ইতিবাচক কোন সংকেত দেয়নি। পূর্ণ নিরাপত্তার বিষয়টি পরিষ্কার হলেই পাকিস্তানে দল পাঠাবে বলে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে। 

এখনও পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড বিষয়টি পরিষ্কার না করায় এবং সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত না দেওয়ায় পাকিস্তান সফর স্থগিত করেছে বিসিবি।

বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান বলেন, 'বিসিবি সভাপতি আগেই জানিয়েছেন, নিউজিল্যান্ডে হা'ম'লার পরে নিরাপত্তাই আমাদের মূল বিবেচনার বিষয়। সেখানে নিরাপত্তার ব্যাপারে ছাড়পত্র পাওয়া গেলেই আমরা দল পাঠানোর ব্যাপারটি চিন্তা করবো।' 

তবে আকরাম খান ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ইএসপিএনকে এও জানিয়েছেন, বাংলাদেশ নারী দলের উন্নতির বিষয়টিও মাথায় রাখতে হবে। তবে সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত না পেলে বাংলাদেশ নারী দল পাকিস্তান সফরে যাবে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে