বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯, ০১:১৩:৪৫

পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচনে সৌরভ গাঙ্গুলীকে সামনে রেখে লড়াইয়ে বিজেপি!

পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচনে সৌরভ গাঙ্গুলীকে সামনে রেখে লড়াইয়ে বিজেপি!

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটার থেকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) হয়ে সবে মাত্র ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এর প্রেসিডেন্ট হয়েছেন সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। 

কিন্তু এরপরই কিছুটা অযাচিতভাবেই রাজনীতির সাথে নাম জড়িয়ে গেল সৌরভের। সোমবার রাত থেকে মঙ্গলবার সারা দিন ভারতজুড়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়ালো তবে এবার কি রাজনীতিতে নাম লেখাচ্ছেন সৌরভ? তবে কি ২০২১ সালে তাকে সামনে রেখেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে লড়াইয়ের ময়দানে নামতে চলেছে বিজেপি? 

আর এই জল্পনা বাড়িয়ে তুলেছে বিজেপির সভাপতি ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’এর সাথে সৌরভের সাম্প্রতিক সাক্ষাত নিয়ে। তবে সৌরভ দলে আসলে সেটা যে ভাল হবে তা একবাক্যে স্বীকার করে নেন শাহ। 

সোমবারই সভাপতি পদে মনোনয়ন জমা দেন সৌরভ, সচিব পদে অমিত শাহের পুত্র জয় শাহ এবং কোষ্যাধক্ষ পদে মনোনয়ন জমা দেন দেশটির অর্থপ্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুরের ভাই অরুণ সিং ধুমাল। যদিও বোর্ড সভাপতি নিয়ে সোমবার রাতেই একপ্রস্থ নাটক হয়। 

বোর্ড সভাপতি হিসাবে ব্রিজেশ প্যাটেলের নাম যখন প্রায় চূড়ান্ত। ঠিক তখনই শোনা যায় ভিন্ন খবর। সৌরভ মিটিং রুম থেকে বেরিয়ে যেতেই দিল্লি থেকে আসে ফোন। সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরের সাথে অমিত শাহের ফোনালাপেই ঠিক হয়ে যায় বোর্ডের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন সৌরভ গাঙ্গুলী।  

এব্যাপারে মঙ্গলবার সকালেও মুম্বাইতে সৌরভ বলেছেন, ‘অমিত শাহের সাথে আলাপচারিতাকালে রাজনীতি নিয়ে এমন কোন কথাই হয়নি। এমনকি উনিও একবারের জন্য আমায় বিজেপিতে যোগদান করার কথা বলেননি।’ 

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলে যে কেউ যোগ দিতে পারে। আমি যখন অধিনায়ক ছিলাম তখন আমি চাইতাম যে সবচেয়ে ভাল খেলোয়াড়টি আমার দলে খেলুক, যাতে দল যেতে। তেমনি যে কোন রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতাও চাইবেন ভাল মানুষেরা তার দলের সাথে যুক্ত থাকুক। কারণ সেটাই তার কাজ-সে দিদিই (মমতা ব্যনার্জি) হোক বা অমিত শাহ।’ 

সৌরভ আরও বলেন, ‘আমার কোন রাজনৈতিক চাপ নেই। আমি কোন রাজনৈতিক ব্যক্তিও নই। তাই রাজনীতিতে যাচ্ছি-এই কথার কোন সত্যতা নেই।’ যদিও এই জল্পনার মধ্যেই বিজেপি সভাপতি অমিত শাহও জানিয়ে দেন, ‘রাজনীতিতে আসা নিয়ে সৌরভের সাথে এমন কোন আলোচনা হয়নি।’ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে