বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯, ১১:৫৬:৩৭

পুরো ম্যাচে বুক চিতিয়ে লড়াই করেছি: বাংলাদেশ কোচ জেমি ডে

পুরো ম্যাচে বুক চিতিয়ে লড়াই করেছি: বাংলাদেশ কোচ জেমি ডে

স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে সল্টটেকে ৭০ হাজার দর্শকের সামনে জামাল-সাদদের পারফরম্যান্স সবাইকে রীতিমত চমকে দিয়েছে। ম্যাচ শেষে তাই শিষ্যদের প্রশংসায় মাতলেন বাংলাদেশ কোচ। তবে শেষের গোলে জয়বঞ্চিত হওয়ার হতাশার কথাও জানালেন এই ইংলিশ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বে দ্বিতীয় রাউন্ডে ‘ই’ গ্রুপের ম্যাচে কলকাতার যুব ভারতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। আফগানিস্তান ও কাতারের কাছে হারের পর এই ড্র নিঃসন্দেহে স্বস্তিদায়ক।

পুরো ম্যাচে যেভাবে বুক চিতিয়ে লড়াই করেছেন ইয়াসিন খান, রিয়াদুল ইসলাম, রায়হান, জামাল ভূঁইয়ারা, তাতে ম্যাচটা জেতার কথা ছিল বাংলাদেশেরই।

ম্যাচ শেষে শিষ্যদের পারফরম্যান্স নিয়ে প্রশংসা করলেন বাংলাদেশ কোচ জেমি ডে। তবে জিততে না পারার হতাশার কথাও জানালেন তিনি, ‘ভারতের বিপক্ষে আমরা দুর্দান্ত খেলেছি। ছেলেরা সঠিকভাবে পরিকল্পনা বাস্তবায়ন করেছে।

প্রথমার্ধে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে দারুণ কিছু সুযোগ ছিল। তবে শেষ মুহূর্তে গোলটার কারণে আমি হতাশ। কারণ তিন পয়েন্ট পাওয়ার মতোই খেলেছি আমরা।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে