বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯, ০৬:১৭:৫১

ঢাকায় ভারতকে হারাবো, হান্ড্রেড পার্সেন্ট : জামাল ভূঁইয়া

ঢাকায় ভারতকে হারাবো, হান্ড্রেড পার্সেন্ট : জামাল ভূঁইয়া

স্পোর্টস ডেস্ক: এএফসি ও বিশ্বকাপ যৌথ বাছাইপর্বে গতকাল ১৫ অক্টোবর ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচে শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।

ম্যাচের ৪২ মিনিটে সাদের গোলে এগিয়ে যায় বাংলাদেশ দল। কিন্তু ৮৯ মিনিটে আদিল খানের গোলে ম্যাচ ড্র করে ভারত। জয়ের কাছাকাছি গিয়েও জয় পেল না বাংলাদেশ দল। তবে ঢাকায় ভারতকে বাংলাদেশ হারাবে বলেই মনে করছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া।

ভারতের সঙ্গে ম্যাচ ড্র হওয়ার আফসোস প্রকাশ করে জামাল বলেন, ‘আমাদের সবার মন খারাপ। খুব কস্ট পেয়েছি। জয়ের এত কাছে গিয়েও ফিরে আসতে হলো। সময় যখন শেষ হয়ে আসছিল তখন ভারত তাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করছিল ম্যাচে ফিরতে। তারা সফল হয়েছে। ফুটবলে এমন তো হয়ই। আমরা ভালো খেলেছি, জেতার মতো খেলেছি। জয়টা পাইনি।’

তিনি আরও বলেন, ‘আমাদের পারফরম্যান্সই প্রমান করে দর্শকরা আমাদের কোনো চাপে ফেলতে পেরেছিল কি পারেনি। ফুটবল বেশি দর্শকের সামনে খেলে আনন্দও আছে। ৯০ মিনিটের ম্যাচে ৪৬ মিনিট আমরা এগিয়েছিলাম। আমাদের সব কিছুই ঠিক ছিল। গোল আরেকটা হয়ে গেলে কিন্তু ভারত আর ম্যাচে ফিরতে পারতো না।’

জামাল ভূঁইয়া আরও বলেন, ‘ঢাকায় আমরা জিতবো, হান্ড্রেড পার্সেন্ট। আগামী বছর ৪ জুন ম্যাচটি হবে। তার আগে আমরা আরো তিনটি ম্যাচ খেলবো। আগামী মাসেই আমাদের ম্যাচ আছে ওমানে। তাদের মাঠে গিয়ে আমাদের খেলতে হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে