বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯, ০৯:১০:৪৬

ম্যাচ 'ড্র' হওয়ার পর বাংলাদেশের ফুটবল নিয়ে যা বললেন ভারতের কোচ

ম্যাচ 'ড্র' হওয়ার পর বাংলাদেশের ফুটবল নিয়ে যা বললেন ভারতের কোচ

স্পোর্টস ডেস্ক : ২০২২ সালের কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতের বিরুদ্ধে সাদ উদ্দিনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু নির্ধারিত সময়ের ২ মিনিট আগে ভারতের আদিল খানের গোলে জয় হাত ছাড়া হয় জামাল ভূঁইয়াদের। 

শেষ পর্যন্ত ওই ১-১ গোলে সমতায় থেকে খেলা শেষ করে দু'দল। এতে এক পয়েন্ট পেলেও হতাশ ভারতের কোচ ইগর স্তিমাচ। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দর্শকরা হয়তো খেলা উপভোগ করেছেন। কিন্তু আমরা খুশি নই। আমাদের জেতা উচিত ছিল। প্রচুর সুযোগও তৈরি হয়েছে। কিন্তু ফুটবলে যে আসল ব্যাপার গোল, সেটাই করতে পারিনি আমরা।’ 

ইগর স্তিমাচ যোগ করেন, ‘খুব বাজে গোল আজ খেতে হল আমাদের। যখন আপনি এ রকম একটা গোল খাবেন, তখন জেতার আশা না করাই ভাল। আমার মতে বাংলাদেশ গোলকিপার আজ ম্যাচের সেরা।’

ভারতের ক্রোয়েশিয়ান কোচ আরও বলেন, ‘জানতাম ওরা নয়জন মিলে রক্ষণ করবে। গোল করা কঠিন হবে। ছেলেদের সেটা বলে দিয়েছিলাম। প্রথমার্ধে আমরা আগ্রাসী হতে পারিনি। দ্বিতীয়ার্ধে যখন ভুল শুধরে নিয়েছিলাম, তখন সুযোগ নষ্টের মাসুল গুনতে হল।’ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে