বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯, ০৯:৫৯:২৩

পাকিস্তানে কোনো কাপুরুষ দেখতে চাই না: শোয়েব আখতার

পাকিস্তানে কোনো কাপুরুষ দেখতে চাই না: শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুত গতির পেসার ও পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শোয়েব আখতার বলেছেন, পাকিস্তান দলে আমরা কোনো কাপুরুষ দেখতে চাই না। আমরা সাহসী ক্রিকেটারদের দেখতে চাই।

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। তার নেতৃত্বে পুনেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাপুটে জয় পায় ভারত।

শোয়েব আখতার বলেন, বিরাট কোহলি ক্রিকেট মাঠে যে মনোভাব নিয়ে খেলছে, একটা সময়ে এই মনোভাব নিয়েই খেলতো পাকিস্তান। ৯০ এর দশকে আমরা ভারতে জিতে যেভাবে মজা করতাম এখন কোহিল তাই করছেন।

নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে ৪৪ বছর বয়সী সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতার আরও বলেন, কোহলির নেতৃত্বে ভারত যেভাবে এগিয়ে যাচ্ছে, ৯০ এর দশকে পাকিস্তানকে এভাবেই এগিয়ে নিয়েছিলাম আমরা।

তিনি আরও বলেন, ক্রিকেটকে এগিয়ে নিতে হলে আমাদের সাহসী বেশকিছু ক্রিকেটার লাগবে। যারা নিশ্চিত পরাজয় জেনেও প্রত্যাশার চেয়েও ভালো খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারবে।

ক্রিকেট থেকে অবসরে ধারাভাষ্য পেশায় জড়িয়ে যাওয়া শোয়েব আখতার আরও বলেন, আমি আমার কথা বলছি না। ইউনিস খান, রশিদ লতিফ, মঈন খান, ওয়াসিমের মতো তারকারা যদি সময় দেন তাহলে পাকিস্তানের ক্রিকেট আরও একধাপ এগিয়ে যাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে