বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯, ১১:৫২:২৯

ভারত কাঁপানো বাংলাদেশ ফুটবল দলকে নিয়ে গর্ব করে যা বললেন মাশরাফিরা

ভারত কাঁপানো বাংলাদেশ ফুটবল দলকে নিয়ে গর্ব করে যা বললেন মাশরাফিরা

স্পোর্টস ডেস্ক : ভারতের মাঠে প্রত্যাশার চেয়েও ভালো খেলেছেন জামাল ভূঁইয়ারা। নিজেদের ঘরে মাঠে ফেবারিট ভারতের বিপক্ষে কলকাতার সল্টলেকে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ।

২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে লড়াকু মনোভাব নিয়ে খেলায় বাংলাদেশ জাতীয় দলের ফুটবলারদের অভিনন্দন জানিয়েছেন টাইগাররা।

বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার ও নড়াইল-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা নিজের অফিসিয়াল ফেসবুকে ফুটবলারদের অভিনন্দন জানিয়ে লেখেন, ভালো খেলায় অভিনন্দন তোমাদের। শেষ সময়ে গোল খাওয়ার পরেও তোমাদের নিয়ে গর্ব হচ্ছে। এভাবেই আমাদের মাথা উঁচু করে রাখ এবং পরবর্তী ম্যাচের জন্য মুখিয়ে আছি।

বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম লেখেন, ভাগ্যটা সহায় হয়নি। তবে ম্যাচে তোমরা নিজেদের যেভাবে উজাড় করে দিয়েছ তার জন্য সত্যি গর্বিত। সবসময়ই তোমাদের পাশে আছি।

মাশরাফি-মুশফিক ছাড়াও জাতীয় দলের ফুটবলারদের অভিনন্দন জানিয়েছেন সৌম্য সরকার, সাব্বির রহমান রুম্মন, মোসাদ্দেক হোসেন সৈকত ও আবু হায়দার রনির মত তরুণ ক্রিকেটাররা।

প্রসঙ্গত, মঙ্গলবার কলকাতার বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়া কাপের বাছাইপর্বের ম্যাচে র‌্যাংকিংয়ে ৮৩ ধাপ এগিয়ে থাকা ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। পয়েন্ট ভাগাভাগিতে বাংলাদেশেরই বেশি হতাশ হওয়ার কথা। কলকাতার মাঠে ফেভারিট ভারতকে কাঁপিয়ে দিয়ে অসাধারণ ফুটবল খেলেছে জেমি ডে’র দল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে