বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯, ১২:৫৩:২৪

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হতে বিজেপিকে যে মুচলেকা দিয়েছেন সৌরভ গাঙ্গুলী!

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হতে বিজেপিকে যে মুচলেকা দিয়েছেন সৌরভ গাঙ্গুলী!

স্পোর্টস ডেস্ক : গত রোববার রাতে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন নেতৃত্ব চূড়ান্ত করার জন্য মুম্বাইয়ে বৈঠক অনুষ্ঠিত হওয়ার ঠিক আগেই দিল্লিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সভাপতি অমিত শাহ'র সঙ্গে আলোচনায় বসেন সৌরভ গাঙ্গুলী।

রোববার দিবাগত রাতের পর বোর্ডের বৈঠকে টানটান উত্তেজনা ও নাটকীয়তার মধ্য দিয়ে প্রেসিডেন্ট পদে তার নাম চূড়ান্ত হয়। সোমবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে সৌরভই একমাত্র প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট পদের জন্য ফর্ম জমা দিয়েছেন।

তবে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির হয়ে ভবিষ্যতে নির্বাচনী প্রচারণার প্রতিশ্রুতি দিয়েই কি সৌরভ বোর্ড প্রেসিডেন্টের পদ পেলেন? ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে এমন গুঞ্জন উঠেছে।

তবে সৌরভ অবশ্য এমন জল্পনা সরাসরি উড়িয়ে দিয়েছেন, তবে এই ইস্যুতে জল্পনা-কল্পনা থামছে না। বিবিসি আরও জানিয়েছে, রবিবার রাতে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন নেতৃত্ব চূড়ান্ত করার জন্য মুম্বাইয়ে বৈঠক অনুষ্ঠিত হওয়ার ঠিক চব্বিশ ঘণ্টা আগেই দিল্লিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন বিজেপির সভাপতি অমিত শাহ'র সঙ্গে আলোচনায় বসেছিলেন সৌরভ।

এদিন বোর্ড প্রেসিডেন্ট পদে তার নাম চূড়ান্ত হওয়ার পর সৌরভ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত কয়েক বছর ধরে কোর্ট নিযুক্ত প্রশাসকদের নিয়ন্ত্রণে থাকা ভারতীয় বোর্ডে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনাই হবে তার প্রধান কাজ।

সৌরভ বলেন, "গত তিন বছর ধরে বোর্ডে যা ঘটেছে সেটা ছিল কার্যত একটা জরুরি অবস্থার মতো। ফলে এখন বোর্ডের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ সময়। আর সেখানে আমার টিমকে নিয়ে আমি চেষ্টা করব একটা পরিবর্তন আনতে, যাতে আগামী কয়েক মাসের মধ্যে সবকিছু ঠিকঠাক করে ভারতীয় ক্রিকেট প্রশাসনের পুরনো চেহারা ফিরিয়ে দিতে পারি।"

বোর্ডে সৌরভ গাঙ্গুলির সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে আছেন- সচিব পদে অমিত শাহ'র ছেলে জয় শাহ। কোষাধ্যক্ষর পদ পেয়েছেন অরুণ ধুমল, যার বড়ভাই অনুরাগ ঠাকুর বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী এবং তার বাবাও হিমাচলে বিজেপির মুখ্যমন্ত্রী।

বস্তুত নতুন বিসিসিআই নেতৃত্বে শাসক দল বিজেপির প্রাধান্য এতটাই স্পষ্ট, যে সৌরভ গাঙ্গুলিকেও কার্যত তার দায় নিতে হচ্ছে। ভারতের ক্রিকেট সাংবাদিক বিক্রান্ত সিং বিবিসিকে বলছিলেন, "এই টিম তৈরিতে সরকারের, বিশেষ করে অমিত শাহ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে একটা বড় ভূমিকা ছিল সে বিষয়টি কিন্তু স্পষ্ট।"

তিনি আরও বলেন, "আর এই কারণেই প্রশ্নটা উঠছে যে প্রেসিডেন্ট পদের বিনিময়ে বিজেপির সঙ্গে সৌরভ গাঙ্গুলির কোনো চুক্তি হয়েছে কি না। মনে রাখতে হবে, অমিত শাহর ছেলে জয় শাহ কিন্তু নিজেই বোর্ডের নতুন সচিব হয়েছেন।"

সৌরভ নিজে অবশ্য দাবি করেছেন, চুক্তি তো দূরের কথা, তিনি নিজ থেকে বোর্ড প্রেসিডেন্টের পদ চাননি। কারও সঙ্গে এ বিষয়ে কোনো কথাও বলেননি। এরপরও বিভিন্ন সংবাদমাধ্যমে, বিশেষ করে বাংলা মাধ্যমে লেখা হচ্ছে যে পশ্চিমবঙ্গে ২০২১-র নির্বাচনে বিজেপির হয়ে মুখ্যমন্ত্রী প্রার্থী হবেন সৌরভ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে