বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯, ১১:৩৫:০০

অধিনায়ক সুনীল ছেত্রী বাদে বাংলাদেশ ও ভারত দলের মধ্যে কোনো পার্থক্য নেই: মামুনুল

অধিনায়ক সুনীল ছেত্রী বাদে বাংলাদেশ ও ভারত দলের মধ্যে কোনো পার্থক্য নেই: মামুনুল

স্পোর্টস ডেস্ক: এএফসি ও বিশ্বকাপ যৌথ বাছাইপর্বে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ভারত-বাংলাদেশ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ম্যাচের ৪২ মিনিটে সাদ উদ্দিনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ দল। কিন্তু ৮৯ মিনিটে আদিল খানের গোলে ম্যাচ ড্র করে ভারত।

ভারতের বিপক্ষে বাংলাদেশের এমন পারফরম্যান্সে খুশি হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। তিনি জানিয়েছেন, ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী বাদে বাংলাদেশ ও ভারত দলের মধ্যে কোনো পার্থক্য নেই।

তিনি বলেন, ‘আমরা ভালো খেলেছি ভারতের বিরুদ্ধে। আমরা জিততেও পারতাম সুযোগ নষ্ট না করলে। তবে এই এক পয়ে‌ন্ট আমাদের আত্মবিশ্বাস বাড়াবে।’

তিনি আরো বলেন, ‘ভারত আমাদের থেকে এগিয়ে পরিকাঠামোতে। ভারতের ফুটবলের পরিবেশ বদলেছে। সেরা সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে ভারতীয় ফুটবল দলকে। খেলোয়াড়দের ক্ষেত্রে কিন্তু সুনীল ছেত্রী ছাড়া কোয়ালিটির দিক থেকে আমাদের আর ভারতীয় ফুটবলারদের মধ্যে কোনো পার্থক্য নেই।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে