বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯, ০৪:৪৩:২১

ধোনির ভবিষ্যৎ নিয়ে নির্বাচকদের সঙ্গে আলোচনায় সৌরভ গাঙ্গুলী

ধোনির ভবিষ্যৎ নিয়ে নির্বাচকদের সঙ্গে আলোচনায় সৌরভ গাঙ্গুলী

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দল নির্বাচনী বৈঠক আগামী ২৪ অক্টোবর। যেখানে নতুন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর সঙ্গে দেখা হতে চলেছে বর্তমান অধিনায়ক বিরাট কোহলির। 

তবে সেই নির্বাচনী বৈঠকে সব চেয়ে বড় আলোচ্য বিষয় হয়ে উঠতে পারে মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ ঘিরে। আগামী বছরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৫০ ওভার বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পরে বিরাট-বাহিনীর সামনে আরও একটি সুযোগ নিজেদের প্রমাণ করার। 

তাই প্রত্যেক সিরিজে টেস্টের সঙ্গেই গুরুত্ব দেওয়া হচ্ছে টি-টোয়েন্টি সিরিজকে। যাতে সঠিক প্রস্তুতি নিয়ে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিতে পারে ভারতীয় দল। আসন্ন বাংলাদেশ সিরিজও সেই প্রস্তুতির অঙ্গ।

বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরে সাংবাদিক বৈঠকে সৌরভ এমনিতেই বলে দিয়েছিলেন, ‘শুধু দেশেই নয়, বিদেশেও এই ভারতীয় দল ভাল খেলেছে। কিন্তু বড় মঞ্চেও ট্রফি জিততে হবে।’

তাই বলে দেওয়াই যায়, এখন থেকে প্রত্যেকটি টি-টোয়েন্টি সিরিজে ভারত খেলবে সেরা দল গড়ার লক্ষ্য নিয়ে। প্রশ্ন উঠবেই, এই দল গড়ার প্রক্রিয়ায় কি ধোনিকে পাওয়া যাবে? তাকে কি এ ধরনের সিরিজে দেখা যেতে পারে?

বুধবার ভারতীয় বোর্ড প্রেসিডেন্টের সাফ উত্তর, ‘নির্বাচকদের জিজ্ঞাসা করব তার ধোনিকে নিয়ে কী চিন্তা-ভাবনা করছেন। তাদের বক্তব্য শোনার পরেই নিজের মতামত জানাব।’ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে