বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯, ০৫:৩১:১৩

ক্রিকেট নয়, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল : ফিফা সভাপতি

ক্রিকেট নয়, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল : ফিফা সভাপতি

স্পোর্টস ডেস্ক : এশিয়া অঞ্চলে শুভেচ্ছা সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার ভোরে বাংলাদেশে এসে পৌঁছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। সংক্ষিপ্ত সফরে মঙ্গোলিয়া থেকে তিনি এসেছেন ঢাকায় এবং আজ বিকেলেই ঢাকা থেকে উড়াল দেবেন লাওসের উদ্দেশ্যে।

তার আগে অবশ্য নিজের সূচি মোতাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অংশ নেন ফিফা সভাপতি। ফিফার পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি ১০ নম্বর জার্সি উপহার দেন ইনফ্যান্তিনো। 

প্রধানমন্ত্রীও ইনফ্যান্তিনোর নাম লেখা লাল সবুজ বাংলাদেশ দলের একটি জার্সি উপহার দেন ফিফা সভাপতিকে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষ করেই রাজধানীর সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে অংশ নেন ইনফ্যান্তিনো। 

যেখানে তিনি উত্তর দেন বাছাইকৃত কিছু প্রশ্নের। যার মধ্যে অন্যতম ছিল বাংলাদেশে ফুটবলের জনপ্রিয়তা ফেরাতে বাফুফের কী উদ্যোগ নেয়া উচিত বলে মনে করেন ফিফা সভাপতি? এ প্রশ্নের সঙ্গে দ্বিমত পোষণ করেন ইনফ্যান্তিনো।

তিনি জানান, মূলত সাফল্যের কারণেই ক্রিকেটে এগিয়ে আছে বাংলাদেশ। তবে সেটিও আবার ক্রিকেটে অংশগ্রহণকারী দেশের সংখ্যা কম বলেই। অন্যদিকে ফুটবল খেলাটা বাংলাদেশের অনেক বেশি হৃদয়ের খেলা বলেই মত দেন ফিফা সভাপতি।

সবিস্তরে দেয়া উত্তরে ইনফ্যান্তিনো বলেন, ‘আমি মানি না, ক্রিকেট বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। ক্রিকেট তো অনেক কঠিন খেলা। আপনি কীভাবে বলতে পারবেন যে ক্রিকেট সবাই বোঝে? ফুটবল খুবই সহজে বোঝা যায়, খেলা যায়। আপনার কাছে বল আছে, খেলছেন, গোল করছেন, উল্লাস করছেন। ফুটবল হৃদয় দিয়ে খেলা যায়।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে