শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯, ০৪:৩১:৪১

তাসকিন আহমেদের খোঁজ নিয়ে যা বললেন সৌরভ গাঙ্গুলী

তাসকিন আহমেদের খোঁজ নিয়ে যা বললেন সৌরভ গাঙ্গুলী

স্পোর্টস ডেস্ক : সৌরভ গাঙ্গুলী বরাবরই কলকাতার রাজপুত্র। গর্ব। সেই প্রথম থেকেই। সুতরাং তিনি যখন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান হলেন, তখন কলকাতায় একটা বাড়তি উচ্ছ্বাস থাকবে, আবেগের বাড়াবাড়ি থাকবে—এটা অনুমিতই। 

কিন্তু সৌরভ বিসিসিআইয়ের প্রধান হওয়ার পর বাংলাদেশের ক্রিকেট মহলের উচ্ছ্বাস কেন? এটা আবার কোনো প্রশ্ন হলো? বাড়তি বাড়াবাড়ি তো থাকবেই—সৌরভ যে বাঙালি। তার গোটা ক্যারিয়ারে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা যখন নিজেদের প্রিয় ক্রিকেটারের নাম বলেছেন, তখন একটা জায়গা সৌরভের জন্য বরাদ্দ থাকত। 

আগামী মাসে ভারতের মাঠে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। দুই টেস্টের একটি ভেন্যু সৌরভের ঘরের মাঠ ইডেন গার্ডেন। ইডেনে টেস্ট আয়োজনকে স্মরণীয় করে রাখতে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি ইতিমধ্যে নানা উদ্যোগও নিয়েছেন। কলকাতা টেস্টটাকে উৎসবের আমেজে রাঙিয়ে তোলার সব চেষ্টাই করছেন তিনি।

বাংলাদেশের ক্রিকেট নিয়ে সব সময়ই আগ্রহী সৌরভ। খোঁজ-খবর সব সময়ই রাখেন। এই প্রতিবেদককে যেমন জিজ্ঞাসা করলেন পেসার তাসকিন আহমেদের কথা, ‘আচ্ছা তোমাদের ওই ছেলেটা কোথায়। ওই যে ডান হাতে জোড়ে বল করে। হ্যাঁ হ্যাঁ তাসকিন। চোট থেকে সুস্থ হয়ে ফিরেছে তো নাকি!’

সৌরভের মতে, বিশ্বকাপে বাংলাদেশ ভুগেছে বোলিংয়ের কারণে। তবে বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাচ্ছে বলেই মনে করেন তিনি, ‘বাংলাদেশ ক্রিকেটে খুব ভালোমতোই এগিয়ে যাচ্ছে। তবে বোলিং আক্রমণটাকে ঠিক করতে হবে। বিশ্বকাপে ওটাই বাংলাদেশকে ডুবিয়েছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে