শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯, ০৬:২১:০২

ইমরান খানের আমন্ত্রণে পাকিস্তানে এসে ক্রিকেট খেললেন ব্রিটিশ রাজবধূ কেট

ইমরান খানের আমন্ত্রণে পাকিস্তানে এসে ক্রিকেট খেললেন ব্রিটিশ রাজবধূ কেট

স্পোর্টস ডেস্ক : প্রধানমন্ত্রী ইমরান খানে আমন্ত্রণে পাকিস্তান সফরে এসেছেন ব্রিটিশ রাজ পরিবারের যুবরাজ প্রিন্স উইলিয়াম ও  রাজ পুত্রবধূ কেট মিডলটন। সফরের চতুর্থ দিনে তারা যান লাহৌরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে। 

জানা গেছে, সেখানে তারা বাচ্চাদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি হাতে তুলে নেন ব্যাট, খেলেন ত্রিকেট। সেই সব ছবি গতকাল বৃহস্পতিবার আপলোড করা হয়েছে কেনসিংটন প্যালেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডলে। তার পর ভাইরাল হয়ে গেছে সেই পোস্ট।

লাহৌরের ওই অ্যাকাডেমিতে গিয়ে ডিউক অ্যান্ড ডাচেস অব কেমব্রিজ খেলেছেন একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ। ১০ থেকে ১৪ বছর বয়সী দুঃস্থ ছেলে–মেয়েদের নিয়ে তৈরি করা হয় দুইটি দল। 

কিন্তু ম্যাচের কেন্দ্রবিন্দুতে ছিলেন কেট। দুই বার ক্যাচ আউট হলেও নিজের ব্যাটিং স্কিলের পরিচয় দিয়েছেন তিনি। আর খেলতে খেলতে তার হাসি মন জিতে নিয়েছে ছোটদের।

যদিও ক্রিকেটের প্রতি কেটের আগ্রহের প্রকাশ এই প্রথম নয়। ২০১৬ সালে ভারত সফরে গিয়ে দেখা করেছিলেন শচিন টেন্ডুলকার ও দিলীপ বেঙ্গ সরকারের সঙ্গে। নিউজিল্যান্ড সফরের সময় একটি প্রোমোশনাল অনুষ্ঠানে ক্রিকেট খেলেছিলেন এই রাজ দম্পতি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে