শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯, ১০:৪০:৪৪

লিগের খেলাগুলো যদি টিভিতে ফ্রি দেখান তাহলে দেখবেন অন্যরকম হবে : সাকিব

লিগের খেলাগুলো যদি টিভিতে ফ্রি দেখান তাহলে দেখবেন অন্যরকম হবে : সাকিব

স্পোর্টস ডেস্ক : প্রথম শ্রেণির ক্রিকেট না খেললে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার নিয়ম নেই ভারতে। আর সেই নিয়ম এবার বাংলাদেশেও প্রয়োগ করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ভবিষ্যতে প্রথম শ্রেণির ক্রিকেটে না খেললে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে দেওয়া হবে না বলেই জানিয়েছেন নির্বাচকরা। এবার এই ইস্যুতে কথা বলেছেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।

এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘এটা নির্ভর করে আলাদা আলাদা খেলোয়াড়ের ওপর। আমি বিদেশে টুর্নামেন্টগুলো খেলি। দেশের সেভাবে খেলতে পারি না। এজন্য আমাকে জাতীয় দলে খেলতে দেবে না, তা তো নয়। আমি মনে করি, এই লিগগুলোকে এমন আকর্ষণীয় করে তোলা উচিত যাতে ক্রিকেটাররা খেলতে বাধ্য হয়।’

তিনি আরো বলেন, ‘অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ক্রিকেটাররা কেন প্রথম শ্রেণির ক্রিকেট খেলে? কারণ ওদের প্রথম শ্রেণির লিগ অনেক বেশি আকর্ষণীয়। আমাদের দেশে ৩৫-৪০টি টিভি চ্যানেল আছে। লিগের খেলাগুলো যদি টিভিতে ফ্রি দেখানোর উদ্যোগ নেওয়া হয় তাহলে দেখবেন অন্যরকম হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে