রবিবার, ২০ অক্টোবর, ২০১৯, ০১:০৫:৩৭

১০ বছর ধরে বলার পরও মিরপুরের ইনডোরে এসি লাগানো হয়নি : সাকিব

১০ বছর ধরে বলার পরও মিরপুরের ইনডোরে এসি লাগানো হয়নি : সাকিব

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি বাংলাদেশ দলের ক্রিকেটের কাঠামোগত উন্নয়ন নিয়ে কথা বলেছেন বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। একই সঙ্গে বাইরের দেশের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পার্থ্যকের কথাও জানিয়েছেন তিনি। মিরপুর শেরে-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ছাড়াও ক্রিকেটারদের অনুশীলনের জন্য আছে ইনডোর স্টেডিয়াম।

কিন্তু সেখানে কোন শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) না থাকার কারণে গরমে ক্রিকেটাররা বেশিক্ষণ প্র্যাকটিস করতে পারেনা। ১০ বছর ধরে বলার পরেও ইনডোরে এসি লাগানো হয়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন সাকিব।

তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় , কাঠামোগত উন্নয়নও অনেক বেশি জরুরি। ত্রিদেশীয় সিরিজে সম্ভবত তিনবার বিদ্যুৎ চলে গেছে। এই জায়গাগুলোতে উন্নয়ন দরকার। ঢাকার বাইরেও যে ক্রিকেট আছে সেদিকে লক্ষ্য রাখতে হবে। শুধু ঢাকা বা চট্টগ্রাম বাংলাদেশের ক্রিকেট না। খুলনা, সিলেট বা অন্যান্য ভেন্যুতে যেসব বিদেশি দলকে নেওয়ার সুযোগ আছে , সেই সিরিজগুলো ঐ ভেন্যুতে হতে পারে। এতে ঐ জায়গার অবকাঠামোগত উন্নয়ন হবে।’

তিনি আরো বলেন, ‘শুধু জাতীয় দলকে নিয়ে ফোকাস করা আমার মনে হয় সংগঠকদের মূল কাজ না। খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেটে যে স্টেডিয়ামগুলো আছে , সেখানে একটা প্রোপার জিম, রানিং ট্র্যা'ক এবং মানসম্মত ইনডোর সুবিধা গড়ে তোলা। মিরপুরে জাতীয় দলের ইনডোর সুবিধা ভালো নয়। গ্রীষ্মকালে ওখানে ১৫ মিনিটের বেশি ব্যাটিং করা যায় না, এত গরম। ১০ বছর ধরে বলার পরও মিরপুরের ইনডোরে এসি লাগানো হয়নি। এটা আমাদের জন্য দুঃখজনক। আমরা যখন অন্যান্য দেশের ইনডোরগুলো দেখি… ফকফকা লাইটের আলো, এসি লাগানো।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে