রবিবার, ২০ অক্টোবর, ২০১৯, ০১:০৮:২২

দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝিনি: আল আমিন

দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝিনি: আল আমিন

স্পোর্টস ডেস্ক: বল হাতে বাংলাদেশ দলের সম্ভাবনার নাম পেসার আল আমিন হোসেন। বল হাতে তিনি দেখিয়েছিলেন একের পর এক তা'ণ্ডব। তবে এর মাঝেই দাঁত থাকতেই দাঁতের মর্ম বুঝেননি তিনি।

জাতীয় ক্রিকেট লিগে খুলনার হয়ে ভালোই পারফরম্যান্স আল আমিনের। রংপুরের বিপক্ষে প্রথম ম্যাচে নিয়েছেন তিন উইকেট। রাজশাহীর সঙ্গে চলমান ম্যাচে তার শিকার পাঁচটি। এর মধ্যে শনিবার চার উইকেট নিয়ে প্রতিপক্ষের দ্বিতীয় ইনিংস শেষ করে দিয়েছেন ১৭০ রানে।

অনেকদিন পর বল হাতে জ্বলে উঠে আল আমিন উচ্ছ্বসিত। সাংবাদিকদেরকে তিনি বলেছেন, ‘মানুষ তো ভুল করে, আমিও করেছি। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝিনি। কিন্তু এখন নিজেকে শুধরে ফেলেছি। সব কিছু নতুনভাবে শুরু করতে চাই, আগে যা করেছি সব ভুলে যেতে চাই। ভুল করলে মানুষ তো সমালোচনা করবেই। তবে নিজেকে শুধরে আমি এখন অনেক সুশৃ'ঙ্খল। আগের ভুল যেন আর না হয়, সেদিকে সজাগ দৃষ্টি থাকবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে