রবিবার, ২০ অক্টোবর, ২০১৯, ০৭:৪১:৫৭

অবশেষে ব্যাটিং ঝলক দেখিয়ে বরিশালকে বাঁচালেন আশরাফুল

অবশেষে ব্যাটিং ঝলক দেখিয়ে বরিশালকে বাঁচালেন আশরাফুল

স্পোর্টস ডেস্ক : অবশেষে ব্যাটের ঝলক দেখাতে সক্ষম হলেন মোহাম্মদ আশরাফুল। তার ব্যাটে ভর করে জাতীয় লিগে দ্বিতীয় স্তরের ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের সঙ্গে ড্র করতে সক্ষম হলো বরিশাল বিভাগ। 

দ্বিতীয় ইনিংসে ১০৮ বলে আশরাফুল ৬০ রানের ইনিংসটি না খেললে, হেরেও যেতে পারতো বরিশাল। মোহাম্মদ আশরাফুল নি'ষে'ধা'জ্ঞা কাটিয়ে মাঠে ফেরার পর অনেকেই আশা করেছিলেন, জাতীয় দলে হয়তো একবারের জন্য হলেও ফিরতে পারবেন। 

কিন্তু সেই ফেরাটা সম্ভবত হচ্ছে না আর। কারণ, তার অফ ফর্ম, ফিটনেস এবং বয়স। কোনোটিই তার পক্ষে কথা বলছে না। জাতীয় লিগের গত দুই আসরে আশরাফুল খেলেছিলেন ঢাকা মেট্রোর হয়ে। এবার ফিটনেস টেস্টেই উত্তীর্ণ হতে পারছিলেন না। 

তবে শেষ পর্যন্ত জাতীয় লিগে দল পেলেন এবং সেটা বরিশাল বিভাগ। প্রথম রাউন্ডের ম্যাচে ব্যাট হাতে যারপরনাই হতাশ করেছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এক ইনিংসে ব্যাট করে তুলতে পেরেছিলেন কেবল ৬ রান।

তবে, দ্বিতীয় রাউন্ডের ম্যাচে এসে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে অবশেষে রানের দেখা মিললো আশরাফুলের ব্যাটে। যদিও প্রথম ইনিংসে হতাশ করেছিলেন তিনি। ৪২ বল খেলে ২১ রানে আউট হয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় ইনিংসে এসে আশরাফুলকে স্বরূপে দেখা গেলো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে