সোমবার, ২১ অক্টোবর, ২০১৯, ০৫:০৯:১৫

ক্রিকেটারদের ধর্মঘট নিয়ে মুখ খুললেন আকরাম খান

ক্রিকেটারদের ধর্মঘট নিয়ে মুখ খুললেন আকরাম খান

স্পোর্টস ডেস্ক : হঠাৎ বেতন-ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার (২১ অক্টোবর) দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজেদের দাবিদাওয়া পেশ করেছন টাইগাররা।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এর ফলে ক্রিকেটারদের এ সিদ্ধান্তে অনিশ্চয়তায় পড়ে গেল ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ।

বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ করলে তিনি গণমাধ্যমকে জানান, আমি বিষয়টির খোঁজ নিচ্ছি। আমিও শুনছি এমন কিছু বিষয়ে। তবে ক্রিকেটারদের যদি কোন দাবি-দাওয়া থাকে তবে সেটা তারা আমাদেরকে আগে অবশ্যই জানাবে। অনুরোধ করবে। আগেই আন্দোলনে নামার প্রশ্ন আসছে কেন?’

জাতীয় লিগে ম্যাচ ফি নিয়ে ক্রিকেটাররা যে সন্তুষ্ঠ না সেটা আগেই জানা গিয়েছিল। তবে দু’রাউন্ড খেলা হয়ে যাওয়ার পর এই বিষয়টি নিয়ে ‘বিদ্রোহে’ নামলেন!

এই প্রসঙ্গে আকরাম আরও বলেন,‘আর্ন্তজাতিক ক্রিকেটে ক্রিকেটারদের ম্যাচ ফি’ দ্বিগুণ করা হয়েছে। মানছি যে ঘরোয়া ক্রিকেটে তাদের ম্যাচ ফি কম। তবে এই বিষয়টাতে টুর্নামেন্ট কমিটির। তারা এটা বাড়ানোর জন্য উদ্যোগ নেবে। 

তারপর বিসিবি সিদ্ধান্ত জানাবে। কিন্তু কেউ জানবে না, কারো কাছ থেকে কোন অনুরোধ আসবে না অথচ এখন হঠাৎ করে বয়কটের খবর আমাদের কেন শুনতে হবে? যা কিছুই হোক না কেন-সমঝোতা এবং আলাপ আলোচনার মধ্যেই হতে হবে।’

জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড শুরু হবে ২৪ অক্টোবর। আর জাতীয় দল সামনের মাসে ভারত সফরে যাবে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলতে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে