সোমবার, ২১ অক্টোবর, ২০১৯, ১১:৫৭:৫৯

সব ক্রিকেটীয় কার্যক্রম বন্ধের ঘোষণা- রীতিমত ব্লা'কমে'ইলিং : জালাল ইউনুস

সব ক্রিকেটীয় কার্যক্রম বন্ধের ঘোষণা- রীতিমত ব্লা'কমে'ইলিং : জালাল ইউনুস

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওপর অসন্তোষ প্রকাশ করে বেতন ভাতা বৃদ্ধিসহ নানা দাবিতে আন্দোলনে নেমেছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তাসকিন রহমান, এনামুল হক বিজয়, নাঈম ইসলাম, নুরুল হাসান সোহানরা।

এই আন্দোলনে তারা ১১টি দাবি জানিয়েছে। আর বোর্ড যদি এই দাবি না মানে তাহলে সব ধরণের ক্রিকেট বর্জনের ঘোষণা দেন সাকিব-মুশফিকরা। এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘দাবি মানা না হলে সব সব ধরনের ক্রিকেট বন্ধ। আলোচনা সাপেক্ষেই অবশ্যই সবকিছুর সমাধান হবে। দাবিগুলো যখন মানা হবে তখন আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাবো।’

এবার সাকিবদের দাবি নিয়ে মুখ খুলেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্রিকেটারদের দাবি থাকতেই পারে। তারা কোন কথা বলতেই পারে। তবে সেটা বোর্ডের সাথে বসে সেখানেই পেশ করা উচিৎ ছিল। আমরা তো কিছুই জানি না যে, ক্রিকেটারদের ভিতরে ভিতরে এত রাগ, ক্ষো'ভ, অভিমান।’

তিনি আরো বলেন, ‘ক্রিকেটাররা বোর্ডে তাদের দাবি আনুষ্ঠানিকভাবে পেশ করে দেখতো আগে। তারপর না হয় আল্টিমেটাম দিতে পারতো। অথচ তা না করে, আজ তারা মিডিয়ার কাছে নিজেদের দাবি দাওয়া পেশ করে কাল থেকে সব ক্রিকেটীয় কার্যক্রম বন্ধের ঘোষণা- রীতিমত ব্লা'কমে'ইলিং!’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে