বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯, ০৭:২০:৫৬

সমঝোতায় না গিয়ে পাল্টা হার্ডলাইনে ক্রিকেটাররা

সমঝোতায় না গিয়ে পাল্টা হার্ডলাইনে ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক : সমঝোতায় না গিয়ে পাল্টা হার্ডলাইনে গেলেন আন্দোলনরত ক্রিকেটাররা। এবার দেশের ক্রিকেট বোর্ডকে ১৩টি দাবি সংবলিত চিঠি পাঠানো হয়েছে ক্রিকেটারদের পক্ষ থেকে। বুধবার এ দাবি সম্বলিত চিঠি প্রেরণ করেছেন পেশাদার ক্রিকেটারদের মুখপাত্র ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান।

বুধবার সন্ধ্যা ৬টায় গুলশান-২ এ সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের মুখপাত্র ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ বিকেল ৪টায় ডাক, কুরিয়ার ও ইমেইল যোগে ক্রিকেট বোর্ডকে চিঠি পাঠিয়ে দিয়েছেন। চিঠিতে ১৩টি দাবি উপস্থাপন করা হয়েছে।

এর আগে গত সোমবার (২১ অক্টোবর) বেতন-ভাতাসহ জাতীয় লিগ, ঘরোয়া লিগ, জিমের সুবিধা, বাজে আম্পায়ারিংসহ নানা ইস্যুতে ধর্মঘটের ঘোষণা দেন ক্রিকেটাররা। ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়ন ও বেতন-ভাতা বাড়ানোসহ ১১ দফা দাবি জানিয়ে আন্দোলনে নামেন দেশের শীর্ষ ক্রিকেটাররা।

দাবি না মানা পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে নিজেদের বিরত রাখার ঘোষণা দেন সাকিব আল হাসান। সোমবার সাকিব আল হাসানের নেতৃত্বে মিরপুরে বিসিবির একাডেমি মাঠে জড়ো হন খেলোয়াড়রা। সেখানে বিকেলে ৩টায় সংবাদ সম্মেলন করেন দেশের শীর্ষ ক্রিকেটাররা। সংবাদ সম্মেলনে কথা বলেন সাকিব-তামিমরা।

বুধবার বিকাল ৫টায় বিসিবির সঙ্গে আলোচনায় বসার কথা ছিলো ক্রিকেটারদের। কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বোর্ডের কর্মকর্তারা বিসিবি কার্যালয়ে অপেক্ষায় থাকলেও আন্দোলনরত ক্রিকেটাররা কোনো আলোচনায় বসেননি। বোর্ড সভাপতিকে বসিয়ে রেখে হঠাৎ করেই গুলশানে সংবাদ সম্মেলনের ডাক দিয়ে বসলেন আন্দোলনরত ক্রিকেটাররা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে