বুধবার, ০৬ নভেম্বর, ২০১৯, ০৭:২২:৪৯

আমরা শুরু থেকেই ইতিবাচব ও আগ্রাসী ক্রিকেট খেলবো: মাহমুদুল্লাহ

আমরা শুরু থেকেই ইতিবাচব ও আগ্রাসী ক্রিকেট খেলবো: মাহমুদুল্লাহ

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তে রাজকোটে জয় লক্ষ্য ধরে নামবে টাইগাররা। সিরিজ জয়ে চোখ রেখে বৃহস্পতিবার দলের পরিকল্পনা নিয়ে বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ বলেন, 'আমরা আগ্রাসী ক্রিকেট খেলবো। ইতিবাচব ক্রিকেট খেলবো।'

অধিনায়কের মতে, আমাদের ক্রিকেট অঙ্গনে যে অস্থিরতা ছিল সেখান থেকে ভারতে সিরিজ জয় হবে দেশের ক্রিকেটের জন্য, দলের জন্য বড় একটা প্রেরণা। ভারত নিজেদের মাঠে এমনকি যে কোন জায়গায় খুবই ভালো দল। আগামী ম্যাচেও তাদের হারানোর চেষ্টা থাকবে আমাদের। 

বোলিংয়ে তারা খুবই ভালো দল। স্পিন এবং পেস বলে অনেক বৈচিত্র আছে। আমরা যদি শুরুর বল থেকেই ভালো খেলি। ভুল না করি এবং মোমেন্টাম আমাদের দিকে নিতে পারি তাহলে আমার মন বলে ম্যাচটা আমাদের পক্ষে আসবে। যারা পরিকল্পনা কাজে লাগাতে পারবে তারাই ম্যাচটা জিতবে। দিল্লি এবং রাজকোটের উইকেট এক নয়। 

বাংলাদেশ কেমন দল নিয়ে নামবে ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মাহমুদুল্লাহ বলেন, সামনের ম্যাচের উইকেট, কন্ডিশন দেখে দল ঠিক করা হবে। চেষ্টা থাকবে জয়ী দলের সমন্বয় ধরে রাখার। তবে উইকেট এবং কন্ডিশন দেখে যে কোন সিদ্ধান্ত নিতে হতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে