বুধবার, ০৬ নভেম্বর, ২০১৯, ০৭:৫৪:২১

গ্রেট লিডারশীপ ও মেধাবী ক্যাপ্টেন মাশরাফি, আমি তাকে অনুসরণ করি : ইরফান

গ্রেট লিডারশীপ ও মেধাবী ক্যাপ্টেন মাশরাফি, আমি তাকে অনুসরণ করি : ইরফান

স্পোর্টস ডেস্ক : আগামীকাল ৭ নভেম্বর বৃহস্পতিবার ভারতের গুজরাটের রাজকোটে অনুষ্ঠিত হবে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। এদিকে ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশের ক্রিকেটের দারুণ প্রশংসায় পঞ্চমুখ ইরফান পাঠান।

এদিকের আইসিসির পাওয়া নি'ষে'ধা'জ্ঞায় ভারত সফরে আসতে পারেননি সাকিব আল হাসান। সাকিবের অনুপস্থিতিতে কিছুটা মন খারাপ ইরফানের। তবে  সাকিব যখন ফিরবেন, তখন তিনি হয়ে উঠবেন আরও দুর্দান্ত, এমনই আশাবাদ তার।

এ ব্যাপারে তিনি বলেন, ‘সাকিবকে এই সফরে খুব মিস করছি। আমি চেয়েছিলাম সে আসুক। ভারতের বিপক্ষে তার উপস্থিতি তোমাদের আরও উঁচুতে নিয়ে যেত। এখন যেহেতু নি'ষে'ধা'জ্ঞায় আছে; আমি আশা করি, বিশ্বাস রাখি, সাকিব আরও মজবুত ও শক্তপোক্ত হয়ে ফিরে আসবে।’

এদিকে ইরফানের হৃদয়ে আছে মাশরাফি-বন্দনাও। টি-টোয়েন্টি মাশরাফি নেই। তবুও তাকে স্মরণ করতে ভুলেননি ইরফান। মাশরাফিকে একজন মেধাবী ক্যাপ্টেন হিসেবে দেখেন তিনি এবং তাকে অনুসরণ করেন ইরফান।

তিনি বলেন, ‘মাশরাফি বেশ মেধাবী। খুব দারুণ একজন ক্রিকেটার। গ্রেট লিডারশীপ, গ্রেট ক্যাপ্টেন। তার নেতৃত্ব আমার খুব ভালো লাগে। আমি তাকে অনুসরণ করি। আমার যতদূর মনে পড়ে- ইমারত পিস ফাউন্ডেশনের একটা অনুষ্ঠানে মাশরাফিকে আমি কাছ থেকে দেখেছিলাম। আমি নিশ্চিত, ভবিষ্যতে দেশের ক্রিকেটে জন্য সে অনেক কিছু করতে পারবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে