বুধবার, ০৬ নভেম্বর, ২০১৯, ০৯:১৬:২৪

আপনাকে আমি কথা দিচ্ছি দলকে জিতিয়ে আসবো : দিল্লী ম্যাচের আগে প্রধানমন্ত্রীকে বলেছিলেন পাপন

আপনাকে আমি কথা দিচ্ছি দলকে জিতিয়ে আসবো : দিল্লী ম্যাচের আগে প্রধানমন্ত্রীকে বলেছিলেন পাপন

স্পোর্টস ডেস্ক : ভারত সফরের প্রথম ম্যাচের আগ মুহুর্তে দিল্লি গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। প্রথম ম্যাচে টাইগারদের অসাধারণ জয়ের পর আবার দেশেও ফিরেছে তারা। তবে হুট করে কেন দিল্লি সফর এই কারণ আজ সাংবাদিকদের জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

পাপন জানান, মাননীয় প্রধানমন্ত্রীর জেদের কারণে দিল্লি যেতে হয়েছে তার। তবে দিল্লি যাবার শর্তের বিপরীতে প্রধানমন্ত্রীকেও শর্ত দিয়েছিলেন পাপন। সেই শর্ত ছিল প্রধানমন্ত্রীর পুরো ম্যাচ দেখা এবং দোয়া করা।

এ প্রসঙ্গে নাজমুল হাসান পাপন আজ উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘যাওয়ার কথা ছিলনা, দু’দিন আগে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যেতেই হবে। আমি বললাম যাবো একটা শর্তে, আপনাকে পুরো খেলা দেখতে হবে কোন মিটিং করা যাবেনা। আর সারাক্ষণ দোয়া করতে হবে। উনি বললেন করবো, আমি তখন বললাম আপনাকে আমি কথা দিচ্ছি জিতিয়ে আসবো। কেন যেন মনে হল।’

শুধু দিল্লি স্বশরীরে থাকা না, ম্যাচের আগে একাদশ নিয়েও খেলোয়াড়দের সাথে দফায় দফায় মিটিং করেছিল পাপন। টাইগারদের একাদশ বেশ শক্তিশালী মনে হয়েছে সভাপতির কাছে। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে থাকতে পারছেন না বিসিবি প্রধান। রাজকোটে সিরিজ নির্ধারনী ম্যাচে তাই মাহামুদউল্লাহ্‌দের খেলতে হবে পাপনকে ছাড়াই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে