বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০১৯, ১০:২৪:৪৮

ভারতে খেলা দেখতে গিয়ে বিপাকে এক ক্রিকেটভক্ত

ভারতে খেলা দেখতে গিয়ে বিপাকে এক ক্রিকেটভক্ত

স্পোর্টস ডেস্ক : উত্তরপ্রদেশের লখনউতে শুরু হয়েছে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে একদিনের আন্তর্জাতিক ম্যাচের সিরিজ।  প্রিয় দলের খেলা দেখতে সেখানে গিয়েছেন আফগানিস্তানের বাসিন্দা শের খান। 

কিন্তু খেলা দেখতে এসে তিনি পড়েছেন বিপাকে। কোনও আবাসিক হোটেল তাকে থাকার জন্য রুম ভাড়া দিতে রাজি নয়। এর কারণ শের খানের উচ্চতা! কাবুলের বাসিন্দা শের খানের উচ্চতা আট ফুট দুই ইঞ্চি। 

মঙ্গলবার লখনউ গিয়ে থাকার জন্য তিনি ঘুরেছেন বেশ কয়েকটি হোটেলে। কিন্তু সকল হোটেলে মালিকেরই বক্তব্য ছিল, তার মতো লম্বা লোককে দেয়ার মতো কোন রুম নেই তাদের কাছে, নেই অত বড় খাটও। 

অচেনা শহরে থাকার জায়গা না পেয়ে শেষমেশ পুলিশের দ্বারস্থ হন তিনি। তারপর লখনউয়ের নাকা এলাকায় হোটেল রাজধানীতে শেরের থাকার ব্যবস্থা করে পুলিশ। মঙ্গলবার রাত থেকে সেখানেই রয়েছেন তিনি।

আট ফুটেরও বেশি উচ্চতার শেরের খবর ছড়িয়ে পড়তেই প্রচুর লোক দেখতে আসছেন তাকে। সেজন্য কিছুটা বিরক্তও তিনি। হোটেল রাজধানীর মালিক রানু বুধবার এক সংবাদ সংস্থাকে বলেছেন, দুইশোরও বেশি লোক এখনও অবধি দেখতে এসেছেন। এতে তিনি খুব বিরক্ত।’ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে