শুক্রবার, ০৮ নভেম্বর, ২০১৯, ০৬:৩৩:২১

ভালোবাসার আরেক নাম মাশরাফি বিন মর্তুজা

ভালোবাসার আরেক নাম মাশরাফি বিন মর্তুজা

স্পোর্টস ডেস্ক : ১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইলে জন্মগ্রহণ করেন মাশরাফি। বাবা গোলাম মর্তুজা আর মায়ের নাম হামিদা মর্তুজা। মা-বাবা আদর করে কৌশিক নামে ডাকতেন মাশরাফিকে। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি টান ছিল তার।

ফুটবল আর ব্যাডমিন্টন খেলতেই বেশি পছন্দ করতেন তিনি। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্রিকেটের প্রতিও ভালোবাসা জন্মে তার। এভাবেই হয়ে যান ‘নাম্বার ওয়ান’এবং সবার ভালোবাসার ক্রিকেটার।

আজ ৮ নভেম্বর বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল এক দিন। সেদিন লাল-সবুজের জার্সিতে পথচলা শুরু হয় মাশরাফি বিন মর্তুজা নামের এক মহানায়কের। ২০০১ থেকে ২০১৯। আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৮টি বছর পার করলেন এই টাইগার সুপারস্টার। দীর্ঘ পথ পরিক্রমায় তার সঙ্গী হয়েছে অসংখ্য আনন্দ-বেদনা।

টেস্ট ক্যারিয়ার ৩৬টি ম্যাচ খেলেছেন মাশরাফি। নিয়েছেন ৭৮টি উইকেট। গড় ৪১.৫২, ইকনোমি রেট ৩.২৪ করে। রান করেছেন ৭৯৭। ওয়ানডে খেলেছেন ২১৭ ম্যাচ। উইকেট শিকার করেছেন ২৬৬টি।

সেরা বোলিং ফিগার ২৬ রানে ৬ উইকেট। বিপরীতে রান করেছেন ১৭৮৬। আর টি-টুয়েন্টিতে ৫৪ ম্যাচ থেকে নিয়েছেন ৪২ উইকেট। রান ৩৭৭। পাশাপাশি ক্যাপ্টেন হিসেবেও তিনি সফল। তার নেতৃত্বে বাংলাদেশ জিতেছে বহু ঐতিহাসিক ম্যাচ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে