শুক্রবার, ০৮ নভেম্বর, ২০১৯, ০৬:৩৮:২৩

সাইটবেঞ্চের শক্তি পরীক্ষা করার জন্য বাংলাদেশের মত ছোট দলই যথেষ্ট : শেবাগ

সাইটবেঞ্চের শক্তি পরীক্ষা করার জন্য বাংলাদেশের মত ছোট দলই যথেষ্ট : শেবাগ

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পেলেও দ্বিতীয় ম্যাচে হেরে যায় টাইগাররা। এই জয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজে ১-১ সমতায় ফিরেছে ভারত।

বাংলাদেশের দিল্লিতে জয় ছিল ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয়। কিন্তু দ্বিতীয় ম্যাচে হেরে যায় টাইগাররা। যার ফলে সিরিজের শেষ ম্যাচটি সিরিজ নির্ধারণী ম্যাচে রূপ নিয়েছে। আর শেষ ম্যাচে ভারতের একাদশে পরিবর্তন চান না দেশটির সাবেক ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগ।

সেই সঙ্গে তিনি নিজেদের সময়ের উদাহরণ দিতে গিয়ে বাংলাদেশকে ছোট দল হিসেবে আখ্যায়িত করেন। এ প্রসঙ্গে শেবাগ বলেন, ‘আমার একটা তত্ত্ব ছিল যে আমরা যখনই ছোট দল ধরেন বাংলাদেশ বা জিম্বাবুয়ের বিপক্ষে খেলতাম তখন সিরিজের শুরুর দিকেই সাইটবেঞ্চের শক্তি পরীক্ষা করে ফেলতাম।’

তিনি আরো বলেন, ‘কেননা তখন পিছিয়ে থাকলেও ঘুরে দাঁড়ানো সম্ভব ছিল। পরে করলে এটা আসলে হয় না, কারণ আগে থেকেই ব্যাকফুটে থাকতে হয়। এসব কারণে নাগপুরের একাদশে ভারতীয় দলে পরিবর্তন আনার দরকার নেই।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে