শুক্রবার, ০৮ নভেম্বর, ২০১৯, ১১:২৮:৩৭

বড় ছক্কা হাঁকাতে শক্তি নয়, টাইমিংয়ের প্রয়োজন : রোহিত শর্মা

বড় ছক্কা হাঁকাতে শক্তি নয়, টাইমিংয়ের প্রয়োজন : রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক : ছক্কা মারতে শক্তিই একমাত্র প্রয়োজনীয় বিষয় না। টাইমিংয়েরও দরকার আছে। এমনকি চাহালও ছক্কা মারতে পারবে বলে মন্তব্য করেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

টি-টোয়েন্টি চার-ছক্কার খেলা। কাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে তেমন সামর্থ্যই আবার দেখালেন রোহিত শর্মা। সত্যি বলতে রোহিতের কাছে ছক্কা মারা যেন ডাল-ভাত।

বলকে হাওয়ায় ভাসিয়ে সীমানা পার করার এতটা আত্মবিশ্বাস কোথায় পান রোহিত? ম্যাচ শেষে এ প্রশ্নের জবাবে ছক্কা মারার রহস্যটাই ভেদ করলেন ভারতীয় অধিনায়ক।

কোনটা মারতে হবে এবং কোথায় থামতে হবে তা বোঝা জরুরি—রোহিতের কথার এটাই মর্মবাণী। ভারতীয় ওপেনারের ব্যাখ্যা, ‘টানা তিন ছক্কার পর ভেবেছিলাম সবগুলোই মারব। কিন্তু চতুর্থ বলে ব্যর্থ হওয়ার পর সিদ্ধান্ত নেই ১ রান করে নেব।’

রোহিত বলেন, ‘বড় ছক্কা মারতে খুব ভালো শারীরিক গঠন কিংবা পেশিশক্তি না হলেও চলে। এমনকি চাহালও ছক্কা মারতে পারবে। ছক্কা মারতে শক্তিই একমাত্র প্রয়োজনীয় বিষয় না। টাইমিংয়েরও দরকার আছে। বলটা ব্যাটের মাঝে লাগাতে হবে এবং মাথাটা স্থির থাকতে হবে। ছক্কা মারতে এ বিষয়গুলো নিশ্চিত করলেই চলে।’ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে