শনিবার, ০৯ নভেম্বর, ২০১৯, ১২:২৪:৪৭

বাহরাইনে জর্ডানকে রুখে দিয়ে আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ

বাহরাইনে জর্ডানকে রুখে দিয়ে আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : বাহরাইনে এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলে চূড়ান্ত পর্বের আশা কিছুটা হলেও বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। বাছাই পর্বে প্রথম ম্যাচে বাহরাইনের কাছে ৩-০ গোলে হারের পর জর্ডানের সঙ্গে লাল-সবুজ জার্সিধারীরা ড্র করেছে ১-১ গোলে।

মানামার খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শক্তিমত্তায় অনেক এগিয়ে জর্ডান। চূড়ান্ত পর্বে যেতে হলে এই ম্যাচ জিততেই হতো বাংলাদেশকে। তবে ড্র করেও মান বাঁচিয়েছেন ইয়াছিন আরাফাতরা।

জর্ডান শুরুর গোলটি করে প্রথমার্ধের বিরতির আগে। পেনাল্টি থেকে পাওয়া গোলে তারা এগিয়ে যায় শুরুতে। দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে অধিনায়ক ইয়াছিন আরাফাতের গোলে সমতা ফেরায় বাংলাদেশ। কাজী রাহাতের লং থ্রো থেকে হেড করে জালে বল জড়ান ইয়াছিন।

এই ড্রয়ের পরেও বাংলাদেশের চূড়ান্ত পর্বের আশা টিকে আছে হিসেব-নিকেশের মারপ্যাঁচে। রবিবার ভুটানকে হারালেই চলবে না, ব্যবধান হতে হবে বড়। একই সঙ্গে গ্রুপের অন্যদের ফলাফলের ওপর নির্ভর করবে যুব দলের চূড়ান্ত পর্বের ভাগ্য! চূড়ান্ত পর্বে যাবে ১৬টি দল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে