শনিবার, ০৯ নভেম্বর, ২০১৯, ০১:৩৫:৪৬

নাগপুরে সিরিজ জয়ের লক্ষ্যেই খেলতে নামবে বাংলাদেশ

নাগপুরে সিরিজ জয়ের লক্ষ্যেই খেলতে নামবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : আগামীকাল ভারতের বিপক্ষে জিতলেই ইতিহাস, সিরিজ জয়ের অনন্য গৌরব। রাজকোটে সুবর্ণ সেই সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ দল। সম্ভাবনা জাগিয়েও ব্যাটিংয়ে প্রত্যাশিত স্কোর তুলতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। বোলিংয়ে নেমে রোহিত শর্মার বিস্ফোরক ব্যাটিংয়ে ম্যাচ থেকে ছিটকে পড়েন টাইগাররা।

গত বৃহস্পতিবার ভারতের জয়ে তিন ম্যাচের সিরিজে সমতা ১-১ ফিরেছে। নাগপুরে আগামীকাল ১০ নভেম্বর রবিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হয়ে পড়েছে অলিখিত ফাইনাল।

এদিকে রাজকোটে সিরিজের দ্বিতীয় ম্যাচে হারলেও হতোদ্যম হয়নি বাংলাদেশ। নাগপুরে সিরিজ জয়ের মিশনেই নামবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। রোহিত শর্মার আগুনে ব্যাটিংয়ে ভড়কে না গিয়ে সিরিজ জেতার আশা নিয়েই নাগপুরে পৌঁছেছে বাংলাদেশ।

তৃতীয় ও শেষ ম্যাচে নিজেদের ভুলের পরিমাণ কমাতে চায় সফরকারীরা। গতকাল রাজকোটে টিম হোটেলের সামনে দলের প্রতিনিধি হিসেবে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলা শফিউল ইসলাম বলেছেন, ‘নাগপুরে শক্তভাবে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।’

গতকাল শুক্রবার দুপুরে নাগপুরে পৌঁছেছে মাহমুদউল্লাহ বাহিনী। যদিও রাজকোট থেকে নির্ধারিত সময়ে বিমানে চড়া হয়নি ক্রিকেটারদের। ফ্লাইট এক ঘণ্টা বিলম্ব ছিল। অপেক্ষার সময়টুকু বিমানবন্দরে না থেকে হোটেলে ফিরে আসে গোটা দল।

এদিকে নাগপুরে সিরিজ জয়ের লক্ষ্যেই খেলতে নামবে বাংলাদেশ। গতকাল শফিউল ইসলাম বলেছেন, ‘অবশ্যই, আমাদের এখনো সুযোগ আছে (সিরিজ জয়ের), যদি আমরা ভালো ক্রিকেট খেলি। প্রথম ম্যাচটা যে রকম খেলেছি, সে রকম যদি খেলতে পারি। আর এই ম্যাচে কিছু ছোটো ছোটো ভুল ছিল। যদি আমরা সামনের ম্যাচে এই ভুলগুলো না করি, অবশ্যই আমাদের সিরিজ জেতা সম্ভব। আশা করি, আমরা দৃঢ়ভাবে ঘুরে দাঁড়াব। আমরা সিরিজ জেতার জন্যই খেলব।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে