শনিবার, ০৯ নভেম্বর, ২০১৯, ০৫:৪৫:১৪

মাহমুদউল্লাহর নেতৃত্বে ধোনির ছাপ আছে : ইরফান পাঠান

মাহমুদউল্লাহর নেতৃত্বে ধোনির ছাপ আছে : ইরফান পাঠান

স্পোর্টস ডেস্ক : ভারত সফরে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন মাহমুদউল্লাহ। সিরিজের প্রথম ম্যাচ জিতে দুর্দান্ত শুরু করলেও পরের ম্যাচে বলতে গেলে অসহায় আত্মসমর্পণই করেছে তার দল।

তবে এরই মধ্যে নেতৃত্বগুণের জন্য প্রশংসা পেতে শুরু করেছেন মাহমুদউল্লাহ। যেমন ভারতের পেসার ইরফান পাঠান। মাহমুদউল্লাহর মধ্যে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বগুণের ছাপ দেখতে পান ৩৫ বছর বয়সী ভারতীয় এ পেসারের।

ইরফান বলেন, বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে জিতলে আত্মবিশ্বাস এমনিতেই বেড়ে যায়। ম্যাচের মধ্যে বিভিন্ন পরিবর্তন করে মাহমুদউল্লাহও অসাধারণ নেতৃত্বগুণের পরিচয় দিয়েছে। তার অধিনায়কত্বে মহেন্দ্র সিং ধোনির ছাপ রয়েছে। পাওয়ার প্লে শেষে সে পার্ট-টাইম স্পিনারদের ব্যবহার করেছে যা ধোনির কৌশল।

ধোনি অনেকের কাছেই ভারতের সর্বকালের সেরা অধিনায়ক। দলকে দুই সংস্করণের বিশ্বকাপ জিতিয়েছেন নেতৃত্ব দিয়ে। টেস্টে এক সময় ভারতের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড তার দখলেই ছিল। ওয়ানডেতে ভারতের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড অবশ্য এখনো ধোনির দখলে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে