শনিবার, ০৯ নভেম্বর, ২০১৯, ০৯:২৬:২৭

রোহিত শর্মা টিকে গেলে বড় বিপদ : বিসিবির প্রধান নির্বাচক

রোহিত শর্মা টিকে গেলে বড় বিপদ : বিসিবির প্রধান নির্বাচক

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি রান শচীন টেন্ডুলকারের—৮২.২৫ গড়ে ৬ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ১৩১৬। টেন্ডুলকারের পরেই আছেন রোহিত—৫০.৭২ গড়ে ৩ সেঞ্চুরি ও ৭ ফিফটিতে ১১১৬ রান। 

বাংলাদেশের বিপক্ষে শুধু সংখ্যা দিয়ে ভারতীয় ওপেনারের বিধ্বংসী চেহারাটা ফুটিয়ে তোলা যায় না। রোহিত যেদিন খেলেছেন, একাই ম্যাচের রং বদলে দিয়ে এসেছেন। মেলবোর্নে ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, বার্মিংহামে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল, একই মাঠে ২০১৯ বিশ্বকাপের লিগ পর্বের ম্যাচ, গত নিদাহাস ট্রফির ফাইনাল, ২০১৬ এশিয়া কাপ—প্রতিটি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে রোহিত 'হিট'!

আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমান সময়ের অন্যতম সেরা ওপেনার। অন্য দল তবুও কিছু উপায় বের করতে পারলেও বাংলাদেশ যেন কিছুতেই রোহিতকে আটকানোর উপায় খুঁজে পায় না! কাল নাগপুরে সিরিজ নির্ধারণী ম্যাচের আগেও বাংলাদেশ নানা ছক কষছে ভারতীয় অধিনায়ককে নিয়ে। 

প্রতিপক্ষ তাকে বড় হু'ম'কি মানে, নানা ছক কষে। বাংলাদেশের দলের প্রায় সব ক্রিকেটারই মানছেন, গত চার বছরে ভারতের বিপক্ষে বেশির ভাগ ম্যাচ রোহিত একাই পার্থক্য গড়ে দিয়েছেন। 

বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন আজ বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুশীলন মাঠের গেটে দাঁড়িয়ে যেমন বলছিলেন, ‘দিল্লিতে আমাদের জয়ের অন্যতম কারণ ছিল, দ্রুত রোহিতকে ফেরানো হয়েছিল। রোহিত টিকে গেলে বড় বিপদ!’

ঘূর্ণিঝড় বুলবুলের মতো মাহমুদউল্লাহর দলকে রোহিতও দিচ্ছেন দশ নম্বর মহাবিপদ সংকেত! এ ঝড় কাল সামলাতে পারবে তো বাংলাদেশের বোলাররা?

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে