রবিবার, ১০ নভেম্বর, ২০১৯, ১২:২৭:০৫

বাংলাদেশি বন্ধুর জন্য বিমান ছেড়ে ট্রেনে উঠলেন ভারতের সুধীর

বাংলাদেশি বন্ধুর জন্য বিমান ছেড়ে ট্রেনে উঠলেন ভারতের সুধীর

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের টাইগার-ভক্ত শোয়েব আর ভারতের সুধীর গৌতমকে চেনেন না এমন ক্রিকেটপ্রেমী খুঁজে পাওয়া দুস্কর। ক্রিকেট না খেলেও তারা বিশ্বব্যাপী পরিচিত। বাংলাদেশের খেলা থাকলেই বাঘ সেজে গ্যালারিতে যান শোয়েব। 

আর ভারতের প্রতিটি ম্যাচে দেখা যায় বুকে টেন্ডুলকারের নাম লেখা সুধীর গৌতমকে। দুই দেশের দুই ক্রিকেটপ্রেমীর মাঝে বন্ধুত্বও কিন্তু বেশ গাঢ়। এই মুহূর্তে টিম টাইগার ভারত সফরে থাকায় আবারও দেখা হয়েছে শোয়েব-সুধীরের।

নিজ নিজ দলকে সমর্থন দিতে ক্লান্তিহীনভাবে গলা ফাটিয়ে যাচ্ছেন এই দুজন। ক্রিকেটারদের মতো তাদেরকেও ছুটতে হচ্ছে এক শহর থেকে অন্য শহরে। ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হয়েছিল রাজকোটে। 

তৃতীয় ম্যাচ নাগপুরে, যা রাজকোট থেকে ১০৫০ কিলোমিটার দূরে। রাজকোটের ম্যাচ শেষে এই দীর্ঘ পথ যাওয়ার জন্য শোয়েব আলী বেছে নেন ট্রেন। এদিকে ভারতের সমর্থক সুধীর গৌতম নাগপুর যাওয়ার কথা ছিল বিমানযোগে।

রাজকোট থেকে নাগপুরে ট্রেনে যেতে প্রায় এক দিন সময় লাগে। রেলপথে দুই শহরের দূরত্ব ১২০০ কিলোমিটার। আর বিমানে যেতেই লেগে যায় প্রায় ৫ ঘণ্টা। কিন্তু বন্ধু শোয়েব যখন ট্রেনে যাচ্ছেন, তখন সুধীর কীভাবে প্লেনে উঠবেন? 

দুই দেশের সমর্থকেরা যতই ঝগড়া করুক না কেন, বয়স, ধর্ম, জাতি বা দলের ভেদাভেদ ভুলে দীর্ঘদিন ধরেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শোয়েব ও সুধীরের। তাই বন্ধু শোয়েবকে সঙ্গ দিতে সুধীর বিমানের ফ্লাইট ছেড়ে একই ট্রেনে যাত্রা করেন। সোশ্যাল সাইটে সেই খবর জানিয়েছেন শোয়েব স্বয়ং।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে