রবিবার, ১০ নভেম্বর, ২০১৯, ০৯:৫৩:৪০

মাত্র ১৯ বলে দুর্দান্ত হাফসেঞ্চুরি!

মাত্র ১৯ বলে দুর্দান্ত হাফসেঞ্চুরি!

স্পোর্টস ডেস্ক : মাত্র ১৯ বলে দুর্দান্ত হাফসেঞ্চুরি! নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আজ মুখোমুখি হয়েছে দুই দল। আগের চারটি ম্যাচের মধ্যে উভয় দলই দুটি করে ম্যাচ জেতায় এই ম্যাচটি হয়েছে অঘোষিত ফাইনাল।

আর এই ম্যাচেই আঘাত হানে বৃষ্টি। বৃষ্টির বাধা কাটিয়ে উঠে যতক্ষনে ম্যাচ শুরু হয়েছে ততখনে ওভার কেটে গেছে ৯টি। ১১ ওভারে নির্ধারিত হয় দুই দলের শেষ ম্যাচ। এই ম্যাচে টস জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় মরগান। কিন্তু মাঠে নেমে বৃস্টি ভেজা পিচে উল্টো ঝড় তুলে নিউজিল্যান্ডের দুই ওপেনার গাপটিল ও মুনরো।

প্রথম ওভার থেকেই তান্ডব চালান কলিন মুনরো ও মার্টিন গাপটিল। সেই তান্ডবে উড়ে যাওয়ার অবস্থা ইংলিশদের মাথার ছাঁদ। স্যাম কুরানের করা প্রথম ওভারেই আসে ১৭ রান। মুনরো ৩ বলে করেন ১২। তিন বলে পাঁচ রান করেন গাপটিল। টম কুরানের করা দ্বিতীয় ওভারে পুরো ২০ রান। এই ২০ রানের পুরোটাই আসে গাপটিলের ব্যাট থেকে। দুটি ছক্কা ও একটি চারের মার ছিল এই ওভারে।

তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন ক্রিক জর্ডান। এই ওভারে গাপটিল আর মুনরো মিলে তুলেন ১৮ রান। দুটি ছক্কা ও একটি চারের মার ছিল এই ওভারেও। ৩ ওভার শেষে নিউজিল্যান্ডের রান দাড়ায় ৫৫। চতুর্থ ওভারে বোলিংয়ে আসেন আদিল রশিদ। তার এই ওভারেও দুটি ছক্কা মারেন গাপটিল। সব মিলিয়ে ১৫ রান আসে ওভারটি থেকে।

পঞ্চম ওভারে বলিংয়ে আসেন সাকিব মাহমুদ। এই ওভারে একটি ছক্কা আর একটি চারে আসে ১৩ রান। আর এই ওভারেই নিজের অর্ধশতক পূর্ণ করেন গাপটিল। মাত্র ১৯ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি।

পাঁচ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাড়ায় বিনা উইকেটে ১৩ রান। গাপটিলের সাথে মুনরো ১১ বলে ৩২ রানে অপরাজিত থাকেন। ৬ষ্ঠ ওভারে গিয়ে অবশেষে সফলতা পায় ইংল্যান্ড। আদিল রশিদের প্রথম বলেই আউট হন গাপটিল। শেষ পর্যন্ত সেই ৫০ রানেই ফিরেন এই তারকা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে