রবিবার, ১০ নভেম্বর, ২০১৯, ০৭:২৫:৫৬

সিরিজের অঘোষিত ফাইনাল ম্যাচে দুই দলেই পরিবর্তন

সিরিজের অঘোষিত ফাইনাল ম্যাচে দুই দলেই পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : দুটি পরিবর্তনের অনুমান করা হলেও শেষ পর্যন্ত এক পরিবর্তন নিয়ে সিরিজ নির্ধারণী ম্যাচে খেলতে নামছে টিম টাইগার। ওয়ার্মআপের সময় কুঁচকিতে চোট পাওয়ায় ছিটকে গেছেন তরুণ অল-রাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

তার জায়গায় সুযোগ পেয়েছেন মোহাম্মদ মিঠুন। এদিকে ভারতীয় একাদশেও এসেছে একটি পরিবর্তন। ক্রুনাল পাণ্ডিয়ার জায়গায় সুযোগ পেয়েছেন মণীষ পাণ্ডে।

নাগপুরের বিদর্ভ ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস গড়ার ম্যাচে ভারতের বিপক্ষে টসভাগ্য সহায় হয়েছে টাইগার ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদের। সিরিজে দ্বিতীয়বারের মতো টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে নিয়েছে দুই দল। 

তাই আজকের ম্যাচটি হয়ে গেছে অঘোষিত 'ফাইনাল'। নাগপুরে যে দল জিতবে, তাদের ঘরেই যাবে সিরিজ। ভারতের মাটিতে তাদেরকেই এভাবে চাপে ফেলার ইতিহাস নেই বললেই চলে। এবার দেখার, নতুন ইতিহাস গড়ে পারে কিনা টাইগাররা।

ভারতের মাটিতে এর আগে কখনই সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। জিততেই পারেনি কোনো ম্যাচে। আজকের ম্যাচে তাই টাইগারদের ইতিহাস গড়ার পালা। নাগপুরে বাংলাদেশ না জিতলেও ইতিহাস হয়েই থাকবে এই সিরিজ। 

কারণ ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয় এসেছে এবার, সেটাও আবার ভারতের মাটিতেই। টাইগারদের জন্য সুখবর হলো, নাগপুরের উইকেট রাজকোটের মতো ন্যাড়া ব্যাটিংবান্ধব নয় যে চাইলেই ভারতীয় ব্যাটসম্যানরা স্ট্রোকের ফুলঝুরি ছোটাবেন। এই উইকেটে বল একটু ধীর হয়ে আসবে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোহাম্মদ মিঠুন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে